• মাটিগাড়ায় ‘প্লাস্টিক বুথ’ থাকলেও লোকজন রাস্তায় ফেলছে বর্জ্য
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: যত্রতত্র কেউ যাতে প্লাস্টিক ক্যারিব্যাগ না ফেলেন তারজন্য রাস্তার ধারে বানানো হয়েছে ছোট ঘর। যার নাম দেওয়া হয়েছে ‘প্লাস্টিক বুথ’। কিন্তু লোকজন সেখানে কিছু ফেলছে না। যারজন্য শিবমন্দির সংলগ্ন এশিয়ান হাইওয়ে-২ এর ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য। আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেডিক্যাল মোড় থেকে রেলগেট পার করেই রয়েছে প্লাস্টিক বুথ। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে প্লাস্টিক বুথ তৈরি করা হয়েছে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে তা কাজে আসছে না। লোকজন ইচ্ছাকৃতভাবেই রাস্তার পাশে বর্জ্য ফেলে দিয়ে চলে যাচ্ছে। যা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকায়। নাক ঢেকে চলাফেরা করতে হচ্ছে পথ চলতি মানুষকে। এতে একদিকে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে অপরদিকে জাতীয় সড়কে দুর্ঘটনার শঙ্কাও থাকছে। 


    স্থানীয় বাসিন্দা সুমিত সরকার বলেন, বহুদিন ধরেই এই অবস্থা। পঞ্চায়েতের উদ্যোগে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট প্লাস্টিক বুথ তৈরি করে দেওয়া হলেও কিছু লোক ইচ্ছাকৃতভাবে এসব করছে। দুর্গন্ধে থাকা যাচ্ছে না। 


    এ বিষয়ে আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের প্রধান যূথিকা রায় খাসনবিশ জানান, এলাকা পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন জায়গায় প্লাস্টিক বুথ তৈরি করা হয়েছে। তবে মানুষকে বারবার সচেতন করার পরও সচেতন হচ্ছে না। প্লাস্টিক বুথে শুকনো প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলার কথা বলা হলেও লোকজন ভেজা বর্জ্য ফেলছে। তাছাড়াও রাস্তা দিয়ে চলতে চলতে বর্জ্য ছুড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। যার ফলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বর্জ্য। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সদস্যরা প্রত্যেক সপ্তাহে বর্জ্য সংগ্রহ করে নিয়ে যান। কখনও কখনও ড্রাইভার না থাকায় দেরি হচ্ছে। বিষয়টি দেখব।
  • Link to this news (বর্তমান)