• হাইটেক পদ্ধতিতে তিন ব্লকে চাষ করেছেন ১৭ জন  
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আলুর বীজ উৎপাদনে স্বনির্ভর হচ্ছে শিলিগুড়ি। ইতিমধ্যেই কৃষিদপ্তরের সহযোগিতায় মহকুমায় নেট পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন করছেন ১৭ জন কৃষক। বুধবার সংশ্লিষ্ট ‘সিডবেড’ পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেন দপ্তরের আধিকারিকরা। তাঁদের বক্তব্য, আলুর বীজের জন্য পাঞ্জাব ও হরিয়ানার উপর নির্ভরশীলতা কাটতে চলেছে। কারণ এখানেই বীজ উৎপাদন হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে এখানকার বীজেই চাষিরা আলু চাষ করতে পারবেন। 


    রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শিলিগুড়ি মহকুমাতেও আলুবীজ উৎপাদন শুরু হয়েছে। যা নিয়ে চাষিদের মধ্যে আগ্রহ ক্রমবর্ধমান। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে নেট পদ্ধতিতে এখানে আলুর বীজ উৎপাদন শুরু হয়। এতদিন পর্যন্ত এখানে বীজ উৎপাদন করতেন মাত্র পাঁচজন চাষি। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। সবমিলিয়ে এখন মহকুমায় বীজ উৎপাদন করছেন ১৭ জন চাষি। 


    মহকুমার সহকৃষি অধিকর্তা দেবাশিস ঘোষ বলেন, ওই কৃষকদের মধ্যে ১৪ জন খড়িবাড়ির। বাকিদের মধ্যে দু’জন ফাঁসিদেওয়ার ও একজন নকশালবাড়ির। প্রত্যেকে হাজার বর্গমিটার জমিতে হাইটেক পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন করছেন। গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট চাষিদেরকে বীজ ও গাছের চারা বিনামূল্যে প্রদান করা হয়। সেগুলি রোগমুক্ত বীজ। পশ্চিম মেদিনাপুরে কৃষিদপ্তরের আনন্দপুর ফার্মে সেগুলি তৈরি করা হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে সেই বীজগুলি তোলা হবে। যার একাংশ বীজ হিসেবে হিমঘরে সংরক্ষণ করা হবে। তা আগামী বছর চাষিদের মধ্যে বিলি করা হবে। এদিন আলুর সিডবেড পরিদর্শন করেন কৃষিদপ্তরের পশ্চিম মেদিনীপুরের ফার্মের চার বিশেষজ্ঞ হিমাদ্রিশেখর দাস, পার্থপ্রতিম ঘোষ, অভিষেক মান্না ও অনঘ মান্না। তাঁরা কৃষকদের সঙ্গেও কথা বলেন। তাঁদের সঙ্গে শিলিগুড়ির সহকৃষি অধিকর্তা এবং জলপাইগুড়ির সহকৃষি অধিকর্তা (প্ল্যান্ট প্রোটেকশন) সঞ্জীব দাস। 


    পরে শিলিগুড়ির সহ কৃষি অধিকর্তা বলেন, এখানে  আলু চাষের জন্য দীর্ঘদিন ধরে পাঞ্জাব ও হরিয়ানা থেকে বীজ সংগ্রহ করা হচ্ছে। সেই দুই রাজ্যের উপর নির্ভরতা কাটাতেই রাজ্য সরকার আলুর বীজ উৎপাদন করছে। বঙ্গশ্রী ব্র্যান্ডে সেই বীজ উৎপাদন হচ্ছে। সংশ্লিষ্ট বীজ নীলকণ্ঠ, মোহন, সুখ্যাতি প্রভৃতি প্রজাতির আলুর। ইতিমধ্যে শিলিগুড়িতে উৎপাদিত বীজের একাংশ স্থানীয় চাষিরা চাষাবাদ করছেন। আগামী কয়েক বছরের মধ্যে স্থানীয় সমস্ত চাষিকে এখানকার উৎপাদিত বীজ সরবরাহ করা হবে। অর্থাৎ আলুর বীজ উৎপাদনে আমরা স্বনির্ভর হচ্ছি। 
  • Link to this news (বর্তমান)