• মোবাইল অ্যাপে টাকা পাঠিয়ে বিপাকে ব্যবসায়ী, দ্বারস্থ পুলিসের
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: মোবাইল নম্বর একজনের, অথচ সেই নম্বরে অনলাইনে টাকা পাঠানোর অ্যাপ খুলে রেখেছেন আরএকজন। আর এমনই ঘটনায় মহাজনকে ১০ হাজার টাকা পাঠিয়ে মাথায় হাত পড়েছে ময়নাগুড়ির এক ব্যবসায়ীর। 


    ময়নাগুড়ির সাপ্টিবাড়ির হুমায়ুন ইসলাম ময়নাগুড়ির টেকাটুলির সুভাষচন্দ্র রায়ের কাছে আলু কেনার জন্য অগ্রিম টাকা মঙ্গলবার অনলাইনে পাঠান। বুধবার সকালে সুভাষবাবুর হুমায়ুন ইসলামের কাছে টাকা চান। এদিকে, টাকা পাঠিয়ে নিশ্চিন্তে ছিলেন হুমায়ুন সাহেব। ফোন আসার পর সুভাষচন্দ্র রায়কে তিনি বলেন, মঙ্গলবার রাতেই টাকা পাঠিয়ে দিয়েছি। কিন্তু টাকা তিনি পাননি বলেন জানান সুভাষচন্দ্র রায়। সুভাষবাবু বলেন, অনলাইনে টাকা নেওয়ার কোনও অ্যাপ আমার নেই। আর এরপরেই মাথায় হাত পড়ে হুমায়ুন ইসলামের। এরপর দু’জনেই যোগাযোগ করেন জলপাইগুড়ি সাইবার ক্রাইম বিভাগে। সেখানে অভিযোগ করেন। পরবর্তীতে সুভাষচন্দ্র রায় ময়নাগুড়ি থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সুভাষবাবুর দাবি, আমার নম্বরে অন্য একজন অনলাইন অ্যাপ খুলে রেখেছেন। জানতে পেরেছি ওই টাকা চাকদহের এক মহিলার অ্যাকাউন্টে গিয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, যাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। উনি টাকা না দিলে আইনি প্রক্রিয়ায় হাঁটা হবে। 
  • Link to this news (বর্তমান)