একসঙ্গে দুই বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম ২৩ হাজার জনের
বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: ভূতুড়ে ভোটার নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের নয়া তথ্য সামনে এসেছে। সেটা হল, গত বছর নভেম্বর থেকে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত রাজ্যে ২৩ হাজার ভোটারের একই সঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে। যাকে পরিভাষায় ‘রিপিটেড এপিক’ বলছে কমিশন। কোন জেলায় এমন কর এপিক আছে, তার তালিকা তৈরি করেছে কমিশন। অবিলম্বে সংশ্লিষ্ট ভোটারের নাম একটি বিধানসভা কেন্দ্র থেকে বাদ দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। দুই জায়গায় নাম থাকলে, কেউ তার অপব্যাবহার করতে পারে বলে আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। ভবিষ্যতে এই নিয়ে বিতর্ক এড়াতেই রিপিটেড এপিক বাদ দেওয়ার উপর জোর দিয়েছে কমিশন। জেলা আধিকারিকদের একাংশের গাফিলতিতেই এখনও এতজনের দুই জায়গায় নাম থেকে গিয়েছে, এমনই অভিযোগ উঠেছে।
এদিকে, বারুইপুর পশ্চিম বিধানসভায় ভুয়ো ভোটার ইস্যুতে সেখানকার ১০টি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও প্রধানদের বৈঠকে ডাকতে চলেছে বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল নেতৃত্ব। প্রত্যেক জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে নাম মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ভূতুড়ে ভোটারের আসল ঠিকানা কোথায়, সেটাও খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। পুরো স্ক্রুটিনি করে তার রিপোর্ট বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে জমা দেবেন জনপ্রতিনিধিরা।
নিয়ম অনুযায়ী, একজন ভোটারের নতুন ঠিকানায় নাম তোলার প্রক্রিয়া মিটে গেলে তাঁর পুরনো বিধানসভায় স্বয়ংক্রিয়ভাবে ফর্ম সেভেন তৈরি হয়ে যাবে পোর্টালে। সেই বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সেটা পূরণ করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবেন। তাহলেই পুরো প্রক্রিয়া সম্পন্ন। কিন্তু কমিশনের তথ্য বলছে, এই কাজই কম বেশি এখনও পড়ে রয়েছে সব জেলায়। ২৩ হাজার রিপিটেড এপিক বাদ দিয়ে সংখ্যাটা শূন্যে নামতে হবে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কমিশনের কর্তারা। তাঁদের মতে, এই বছর কোনও নির্বাচন নেই। তাই এই নিয়ে এখন কেউ অপব্যবহার করতে পারবেন না। তবুও এই নিয়ে কোনও ঝুঁকি নেওয়া যাবে না। জানা গিয়েছে, সব থেকে বেশি এই রিপিটেড এপিক রয়েছে উত্তর (৪৪৫৭) ও দক্ষিণ ২৪ পরগনায় (৩৫৫২)। এছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় এক হাজারের বেশি করে ভোটারের দুই জায়গায় নাম রয়েছে। আজ, বৃহস্পতিবার একাধিক বিষয়ে সব জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।