• ১২ ঘণ্টার ধর্মঘট! পথে নেই অ্যাপ ক্যাব, ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটের জেরে আজ, বৃহস্পতিবার ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। সিটু ছাড়াও এআইটিইউসি এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। এই দুই সংগঠনের সদস্য প্রায় ৭ হাজার।

    ফলে বিপুল অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি পথে না–নামার আশঙ্কা রয়েছে। ধর্মঘট ডাকার পিছনে অ্যাপক্যাবের ন্যূনতম ভাড়া নির্দিষ্ট করা-সহ একাধিক দাবি রয়েছে। বাইক ট্যাক্সির জন্য বাণিজ্যিক নম্বরপ্লেটের দাবি রয়েছে। যদিও তৃণমূল অনুমোদিত সংগঠন এই ধর্মঘটে নেই। ফলে রাস্তায় কিছু গাড়ি থাকবে। তবে তারও ভাড়া আকাশছোঁয়া হতে পারে।

    সিটু অনুমোদিত ‘কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন’ জানিয়েছে, আজ তারা রাস্তায় মিছিল করে ১২ ঘণ্টার জন্য ‘অফলাইন ডে’ পালন করবে। ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ জানান, ধর্মঘটে যাত্রীদের সমস্যা হবে ঠিকই।

    কিন্তু বাইক ট্যাক্সি চালকরাও বিরাট অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। হাতে আর মাত্র একমাস রয়েছে। তার মধ্যে হাজার হাজার বাইক ট্যাক্সির বাণিজ্যিক পারমিট পাওয়া সম্ভব নয়। অথচ এই পেশার উপরেই চলছে তাঁদের সংসার। তাই ১ এপ্রিল থেকে বড় অঙ্কের জরিমানার চিন্তায় রয়েছেন সকলেই। বাণিজ্যিক হলুদ নম্বরপ্লেট তৈরি করার ক্ষেত্রে একাধিক সমস্যা ও জটিলতা রাজ্য সরকারকে সমস্যার সমাধান করতে হবে, দাবি এমনই।

    অন্য দিকে, একাধিক অ্যাপ ক্যাব চালক সংগঠনের অভিযোগ, বেসরকারি ক্যাব সংস্থা যাত্রী পেতে প্রায়ই কম ভাড়ার সুযোগ দিচ্ছে। যাত্রীরা ওই সুযোগ নেওয়ায় সরকারি ‘যাত্রী সাথী’ অ্যাপ থেকেও চালকেরা বুকিং পাচ্ছেন না। অথচ বেসরকারি সংস্থার অ্যাপে ট্রিপ–পিছু বেশি টাকা কমিশন দিতে হচ্ছে ড্রাইভারদের। গরমে যাত্রীদের এসি চালানোর দাবি বাড়লে ব্যবসা চালানো কঠিন হবে বলে জানাচ্ছেন চালকেরা। তাই সব ক্যাব সংস্থার ভাড়ার ন্যূনতম হার বেঁধে দেওয়ার দাবি তাঁদের।

    অভিযোগ, শহরে সিএনজি পাম্প পর্যাপ্ত না–থাকায় জ্বালানি খাতেও সাশ্রয় হচ্ছে না। ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর তরফে মঙ্গলবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে স্মারকলিপি দিয়ে বাতানুকূল ক্যাবে তিন কিলোমিটারে ন্যূনতম ১৫০ টাকা এবং ৫ কিলোমিটারে ২০০ টাকা ভাড়ার দাবি জানানো হয়েছে।

    বাতানুকূল ক্যাবে কিলোমিটার প্রতি ৩০ টাকা এবং নন-এসি ক্যাবে ২৫ টাকা ভাড়ার দাবি জানিয়েছে সিটু। বাইক ট্যাক্সির ভাড়া প্রতি কিলোমিটারে ১২ টাকা করতে বলা হয়েছে। এআইটিইউসি-র পরিবহণ কর্মী সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তবও জানান, তাঁরা সিটুর ধর্মঘট ও মিছিলকে সমর্থন করছেন।

  • Link to this news (এই সময়)