এ দিন বেলা ১১টা নাগাদ সেখানে পৌঁছন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা শোনার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন।
নেতাজি ইন্ডোরে প্রবেশের আগে মদন মিত্র বলেন, ‘এটি একটি বিশেষ কর্মসূচি। এখানে বিশেষ কথাই হবে। বিশেষ মানুষ একজনই, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের আগে কী পরিকল্পনা তা জানতে হাজার হাজার কর্মী আসছেন।’
বৃহস্পতিবার সকাল থেকে নেতাজি ইন্ডোরে আসতে শুরু করেছেন দলীয় কর্মীরা। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গ ও দূরের জেলা থেকে বুধবারই নেতা–কর্মীরা আসতে শুরু করে কলকাতায়।
আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এ দিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেই দিকে সব নজর।
বৃহস্পতিবার তৃণমূলের বিশেষ সম্মেলন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলের এই বিশেষ সম্মেলনের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে, ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সর্বস্তরের কর্মীদের সভা’। প্রধান বক্তা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তৃণমূল সূত্রের দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সম্মেলনে ভাষণ দেবেন।