• ব্যান্ডেলে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, দীর্ঘ সময় পর শুরু হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • কর্মব্যস্ত দিনে ট্রেন বিভ্রাট। ব্যান্ডেল ও হুগলি স্টেশন এবং ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুটি লাইনেই ওভারহেডের তার ছিড়ে যাওয়ায় কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ। ডাউন কাটোয়া লোকাল ৩৭৯১৬ দাঁড়িয়ে রয়েছে কুন্তিঘাট স্টেশনে, পরের ডাউন লোকাল ৩৭৯১৮ গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আধঘণ্টার বেশি সময় ধরে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। ট্রেনের এই সমস্যার ফলে অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা প্রশ্ন নিত্য যাত্রীদের।

    ভদ্রেশ্বরে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রী অভিজ্ঞান রায় বলেন, ‘ট্রেনের জন্য অন্যান্য দিনের মতো দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন শুনলাম ট্রেনে সমস্যা হয়েছে। কী ভাবে অফিস পৌঁছব জানি না।’ ওই স্টেশনেই অপেক্ষারত অন্য এক যাত্রী অমিতা মণ্ডল বলেন, ‘ট্রেনে নিত্য সমস্যা লেগেই থাকে। কিন্তু এ ভাবে দীর্ঘ সময় ট্রেন না এলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমার আত্মীয় হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে যাচ্ছিলাম। এখন কী ভাবে পৌঁছব, বুঝতে পারছি না।’

    রেলের তরফে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট থেকে হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান মেন লাইনে পরিষেবা ব্যাহত হয়। ব্যান্ডেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বার হওয়ার সময়ে ব্যান্ডেল- হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ওভারহেড তারে জড়িয়ে যায়। আর এর ফলেই ঘটে বিপত্তি। এ ছাড়াও অন্য একটি বর্ধমান-হাওড়া লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফও ব্যান্ডেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার সময় ওভারহেড তারে জড়িয়ে পড়ে।

    ট্রেন পরিষেবা দ্রুত স্বাভাবিক হবে, জানানো হয়েছে রেলের তরফে। এ দিন সকাল ৯টা ৪৫ মিনিটে হাওড়া-ব্যান্ডেল লোকালটি ব্যান্ডেলের উদ্দেশে রওনা দেয়। হাওড়া-বর্ধমান মেন শাখাতেও ট্রেন চলাচল শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)