আজকাল ওয়েবডেস্ক: সাজো সাজো রব নেতাজি ইন্ডোরে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হবে তৃণমূলের মেগা বৈঠক। এই মেগা সমাবেশের প্রধান বক্তা তৃণমূলনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত থাকবেন রাজ্য ও ভিন রাজ্যের পদাধিকারী–সহ দলের শীর্ষ নেতৃত্ব।
বুধবার রাত থেকেই নেতাজি ইন্ডোর চত্বরে আমন্ত্রিত দলীয় নেতা–কর্মীদের ভিড় দেখা গিয়েছে। উৎসাহী কর্মীদের ভিড়ও ছিল। দীর্ঘদিন বাদে এরকম সমাবেশের ডাক দিয়েছেন মমতা। মাত্র ৭২ ঘণ্টার নোটিসে এত বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। ইন্ডোরে মমতার বক্তব্য শোনার জন্য পাশের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বুথস্তরে আরও বড় আকারে মমতার ভাষণ সরাসরি সম্প্রচারের জন্য রাজ্যজুড়ে জায়ান্ট স্ক্রিন বসানোর উদ্যোগ নিয়েছেন নেতা–কর্মীরা। ইন্ডোরে মমতা ২০২৬ এর বিধানসভা ভোট নিয়ে কোনও বার্তা দেন কিনা, সেদিকেই নজর রয়েছে দলীয় নেতৃত্বের।
আগামী বছরের বিধানসভা ভোটের আগে দলে সাংগঠনিক কোনও বদল হয় কিনা সেদিকেও নজর রয়েছে নেতা–কর্মীদের।
টানা দু’দিন ধরে সভার প্রস্তুতি চলেছে। মমতার ছবি দেওয়া পোস্টার, ফেস্টুন, দলীয় পতাকায় সেজে উঠেছে ইন্ডোর। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সেই সভা।