চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ কম
দৈনিক স্টেটসম্যান | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
মাধ্যমিকের পর এবার চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ মার্চ থেকে। উল্লেখযোগ্য হল, শিক্ষা সংসদের দেওয়া পরিসংখ্যান বলছে, গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষেরও কিছু বেশি। কিন্তু এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৪১৩ জন। অর্থাৎ গতবছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লক্ষ কম। ফলে এক্ষেত্রে আবার উঠে আসছে স্কুলছুটের প্রসঙ্গ।
রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন। রাজ্যে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ২ লক্ষ কম। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুল ছুটের তত্ত্ব মানতে চায়নি। বুধবার সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ২০২৩-এ মাধ্যমিক উত্তীর্ণের সংখ্যা কম হওয়ায় গত বছরের তুলনায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম।
সংসদ সভাপতি আরও জানান, ২০২৩ সালে মাধ্যমিক পাশ করেছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। সেই হিসেবের সঙ্গে তুলনা করলে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার সামঞ্জস্যপূর্ণ।
চিরঞ্জীববাবুর দাবি, ‘মাধ্যমিকের পরে অনেকেই পলিটেকনিক, আইটি-র মতো পেশাদারী কারিগরী ক্ষেত্রকে বেছে নেন। অনেকে চাকরিতেও যোগ দেন। ফলে পরিসংখ্যানের নিরিখে এটি যুক্তিযুক্ত।” স্কুলছুটের তত্ত্ব না মানলেও সংসদ সূত্রে খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত করেনি এমন সংখ্যা প্রায় ১৫ শতাংশ। সেই কারণেই এক ধাক্কায় অনেকটাই কমে গেছে পরীক্ষার্থীর সংখ্যা। সংসদের অন্য একটি সূত্রের দাবি, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ১০ হাজার টাকার জন্য অনেকেই উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হওয়ার পর টাকা হাতে পেলেই আর স্কুলমুখো হননা।