• ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যান্ডেলে বর্ধমান মেইন শাখায় ট্রেন চলাচল বন্ধ, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা
    ২৪ ঘন্টা | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • বিধান সরকার ও অয়ন ঘোষাল: ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ ব্যান্ডেল-হাওড়া মেইন শাখায়। তার ছিঁড়েছে ব্যান্ডেলের কাছে। একেবারে অফিস টাইমে তার ছিঁড়ে ট্রেন দাঁড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। আপাতত বিদ্যুত্ সরবারহ বন্ধ রাখা হয়েছে। ট্রেন পরিষেবা চালু হতে প্রায় ঘণ্টাখানেক লাগবে বলে মনে করা হচ্ছে।

    বৃহস্পতিবার সকালে অনেকেই বেরিয়েছিলেন অফিস বা নিজেদের কাজে যাওয়ার জন্য। আটটা পাঁচের ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে এক নম্বর লাইনে উঠছিল। ঠিক সেই সময়ই ওভারেডের তার ছিঁড়ে প্যানটোগ্রাফে  জড়িয়ে যায়। থেমে যায় ট্রেন।

    খবর পেয়েই ব্যান্ডেল থেকে রেলের ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান এবং কর্মীরা এসে মেরামতির কাজ শুরু করে। আপ ডাউন সব লাইনে ট্রেন বন্ধ আছে। পাওয়ার অফ করা হয়েছে। এক ঘন্টা পেরিয়ে গেলেও ট্রেন চলাচল শুরু হয়নি। ফলে সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যায়।

    যেসব ট্রেন দাঁড়িয়ে রয়েছে-

    ব্যান্ডেল স্টেশন ছাড়তেই পারেনি ৩৭৮২৪ ডাউন বর্ধমান লোকাল।


    ৩৭২৩০ ডাউন ব্যান্ডেল লোকাল।


    ৩৭৯১৬ ডাউন কাটোয়া লোকাল।


    ৩৭২০২ ডাউন মাতৃভূমি লোকাল।


    ৩৭২৩২ ডাউন ব্যান্ডেল লোকাল।


    ৩৭৮২৬ বর্ধমান হাওড়া লোকাল।

    আপেও হুগলী-চুঁচুড়া চন্দননগরে পরপর ট্রেন দাঁড়িয়ে পরে।

    ব্যান্ডেল লোকালের এক যাত্রী বলেন, ঠিক টাইমেই ট্রেন ছেড়েছিল। তারপর ব্যান্ডেল ও হুগলির মধ্যে তার ছিঁড়ে গিয়েছে। প্রায় দেড়ঘণ্টা দাঁড়িয়ে আছি। বিদ্যুত্ নেই। বলছে মেনটেইন করার জন্য গাড়ি আসবে শেওড়াফুলি থেকে।

    এনিয়ে পূর্ব রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত বলেন, এটি একটি যান্ত্রিক গোলযোগ। বর্ধমান হাওড়া লোকাল যখন ব্যান্ডেল স্টেশনে ঢুকছিল সেইসময় ওভারহেড তার ছিঁড়ে যায়। পাশাপাশি ব্যান্ডেল হাওড়া লোকালের প্যান্টোগ্রাফে তার জড়িয়ে যায়। টাওয়ার ভ্যান চলে গিয়েছে। আশাকরি শীঘ্রই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। উল্লেখ্য, সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ব্যান্ডেল লোকাল ছাড়ল।

  • Link to this news (২৪ ঘন্টা)