অয়ন ঘোষাল: আজ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ফের বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ বাড়বে। শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায়। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি। কাল বৃষ্টি বাড়বে উত্তরে। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টির পূর্বাভাস। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা উপকূলের জেলায়। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ক্রমশ তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই ৭২ ঘণ্টার মধ্যে তিন/চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়বে।
কলকাতা
বৃষ্টির সম্ভাবনা নেই। দিন এবং রাতের তাপমাত্রা শুক্রবার পর্যন্ত মোটের ওপর একইরকম। শনিবার থেকে ধাপে ধাপে পারদ উত্থান। মঙ্গলবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ বৃদ্ধির পূর্বাভাস।
পরিসংখ্যান
রাতের তাপমাত্রা ২০.৬ থেকে সামান্য কমে ২০.১ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৯.৯ থেকে সামান্য কমে ২৯.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৪ থেকে ৯০ শতাংশ।