জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার তৃণমূলের মেগা রাজ্য সম্মেলন। নেতাজি ইন্ডোরে দলীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী। একে একে আসতে শুরু করেছেন তৃণমূল নেতাকর্মীরা। ভিড়াক্কার নেতাজি ইন্ডোর। এসেছেন অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক। ছাব্বিশের আগে কীভাবে চলবে তৃণমূল? সম্মেলনে রণকৌশল ঠিক করে দিতে পারেন মমতা। কোন কোন কর্মসূচিতে নজর তৃণমূলের?
গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিতে পারেন। দলীয় শৃঙ্খলায় বিশেষ নির্দেশ দিতে পারেন। নেত্রীর বার্তার দিকে তাকিয়ে তৃণমূল নেতা-কর্মীরা। জেলমুক্তির পর দলের মেগা বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তেজনায় রাতে ঘুম হয়নি বলেই মন্তব্য তাঁর। আগামী একবছর এবং তার পরেও একজোট থাকব, সভায় যোগ দেওয়ার আগে বার্তা ব্রাত্য বসুর। এদিন সম্মেলনে উপস্থিত বীরভূমের ‘বাঘ’ অনুব্রত মণ্ডল। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এ
একই সুর দমদমের সাংসদ সৌগত রায়ের মুখেও। তিনিও বলছেন, “দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা শুনতে আমরা এসেছি। বিধানসভা নির্বাচন পর্যন্ত দলের সংগঠন কোন পথে এগোবে, নেত্রী সেই বার্তা দেবেন। বুধবার রাতের মধ্যেই নেতাজি ইন্ডোর চত্বর কার্যত আমন্ত্রিত দলীয় নেতা-কর্মীদের দখলে চলে গিয়েছে। উৎসাহী কর্মীদের ভিড়ও স্বাভাবিকভাবেই অনেক বেশি।