• নাবালকের প্যান্ট খুলে গোপনাঙ্গ স্পর্শ! কৈখালিতে কাঠগড়ায় ফুচকাওয়ালা
    প্রতিদিন | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • রমেন দাস: শৌচালয়ে নিয়ে গিয়ে নাবালককে যৌন হেনস্তা। প্যান্ট খুলে গোপনাঙ্গ স্পর্শের অভিযোগে কাঠগড়ায় ফুচকাওয়ালা। বুধবার সন্ধে পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটে বাগুইআটি থানার কৈখালি এলাকায়। ইতিমধ্যে পকসো ধারায় মামলা রুজু করে অভিযুক্তর খোঁজ চলছে।

    পরিবারের অভিযোগ অনুযায়ী, গতকাল সন্ধেয় কৈখালির হাউজিং কমপ্লেক্স পিএস ম্যাগনামের কাছে ফুচকাওয়ালা বছর কুড়ির রাহুলচন্দ্র বংশীর কাছে ফুচকা কিনতে গিয়েছিল ১৩ বছরের নাবালক। তখনই ওই কিশোরকে ম্যাগনামের একতলার শৌচাগারে নিয়ে যায় ফুচকাওয়ালা রাহুল। সেখানে তার প্যান্ট খুলে গোপনাঙ্গ স্পর্শ করে বলে অভিযোগ। এমনকী, রাহুল ওই কিশোরের গোপনাঙ্গে নিজের লালাও মাখিয়ে দেয় বলে পুলিশি অভিযোগে জানিয়েছেন নির্যাতিতর বাবা। বিষয়টি যাতে গোপন রাখা হয়, কিশোর চিৎকার-চেঁচামেচি না করে, তা নিয়ে রীতিমতো হুমকি দিয়েছিল ওই ফুচকাওয়ালা।

    এরপর বাড়িতে ফিরে বিষয়টি জানালে রাতেই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার। মেডিক্যাল পরীক্ষার জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয় কিশোরকে। পকসো ধারায় মামলা রুজু করে অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই খবরে এলাকায় শোরগোল ছড়ায়। ফুচকাওয়ালার এমন আচরণে হতবাক স্থানীয় বাসিন্দারা। 
  • Link to this news (প্রতিদিন)