• মা তারা এক্সপ্রেস অল স্টপেজ ঘোষণা, তারাপীঠে অমাবস্যার পুজো দিতে যাওয়ার পথে ভোগান্তি ভক্তদের
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ওভার হেডের তার ছিঁড়ে সকাল থেকে ব্যান্ডল-হাওড়া লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত। বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে প্রায় ২ ঘণ্টার কাছাকাছি পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ ছিল। এর পর ট্রেন চলাচল শুরু হলেও একের পর এক এক্সপ্রেস ট্রেন অল স্টপেজ ঘোষণা করা হচ্ছে। লোকাল ট্রেনও চলছে শম্বুক গতিতে।

    বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ও হুগলি স্টেশন এবং ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুই লাইনেই ওভারহেডের তার ছিড়ে যাওয়ায় কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা চালু হলেও খুবই ধীর গতিতে ট্রেন চলছে।

    ৯টা ৪৫ মিনিট নাগাদ হাওড়া-ব্যান্ডেল লোকাল হাওড়া স্টেশন ছেড়ে ব্যান্ডেলের দিকে রওনা দেয়। হাওড়া-বর্ধমান মেইন শাখাতেও ট্রেন চলাচল শুরু হয়েছে। এখনও অবধি ট্রেন বাতিলের কোনও খবর নেই ঠিকই, তবে ধীর গতিতে চলছে লোকালগুলি। টাইম টেবিল মেনে ট্রেন চলাচল এখনই সম্ভব নয়, কারণ, বর্ধমান-ব্যান্ডেল সেকশনে কাজ চলছে। গ্যালপিন ট্রেন আপাতত সব স্টেশনেই দাঁড়াচ্ছে।

    শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া মা তারা এক্সপ্রেসকে হাওড়া-বর্ধমান মেইন লাইনে অল স্টপেজ করা হয়েছে। মা তারা এক্সপ্রেস মোটামুটি সকাল ১০টা ২০-এর মধ্যে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছয়। রামপুরহাট পৌঁছনোর সময় ১১টা ৫৫। কিন্তু আপাতত সেই ট্রেন অল স্টপেজ হয়ে যাওয়ায়, কতক্ষণে তা গন্তব্যে পৌঁছেছে, তা এখনই বলা সম্ভব নয়।

    এ দিকে আজ অমাবস্যা। সকাল ৮টা ৫৪ মিনিটে অমাবস্যা লেগে গিয়েছে। এই ট্রেনের বহু যাত্রী পুজো দিতে যাচ্ছেন তারাপীঠে। সকাল সকাল ট্রেন ধরলেও তারাপীঠে কখন পৌঁছবেন, তা নিশ্চিত নয়। অল স্টপেজ করা হয়েছে ডাউন ময়ূরাক্ষী এক্সপ্রেসও।

    পাণ্ডুয়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইনে ডাউনের টিকিট দেওয়া বন্ধ রয়েছে। অর্থাৎ বর্ধমান থেকে হাওড়াগামী যে সব ট্রেন তার টিকিট দেওয়া বন্ধ পাণ্ডুয়া স্টেশন থেকে। অন্যদিকে খন্যা-সহ বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়ে। চরম ভোগান্তিতে যাত্রীরা। আদিসপ্তগ্রাম স্টেশনে ট্রেনের অপেক্ষায় এক শিক্ষক বলেন, ‘তিনি রোজই ৯টা ১২-এর পাণ্ডুয়া লোকাল ধরেন। আজ কোনও ট্রেন নেই। মাইকিং হচ্ছে, ব্যান্ডেলের কাছে তার ছিঁড়ে গিয়েছে। আপ-ডাউনে কোনও ট্রেন নেই। নিজেদের মতো করে চলে যেতে।’

  • Link to this news (এই সময়)