• সুতন্দ্রার মৃত্যুর ৪ দিনের মাথায় গ্রেপ্তার বাবলু যাদব
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • পানাগড়-কাণ্ডে অবশেষে গ্রেপ্তার বাবলু যাদব। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর চার দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ল সাদা SUV-এর চালক। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে বিহার থেকে গ্রেপ্তার করা হয় বাবলুকে। তবে বাবলুর চার সঙ্গী এখনও অধরা।

    রবিবার পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় চন্দননগরের তরুণী সুতন্দ্রার। মৃতের পরিবারের তরফে ইভটিজ়িংয়ের জেরে এই গাড়ি দুর্ঘটনা বলে দাবি করা হলেও, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী ঘটনার পর দিন সাংবাদিক বৈঠক করে জানান, ইভটিজ়িংয়ের কোনও ঘটনা ঘটেনি। গাড়ির রেষারেষির জেরে এই দুর্ঘটনা ঘটে। এমনকী সিপি দাবি করেন, সুতন্দ্রাদের গাড়ি সাদা SUV-এর পিছনে ছিল।

    সবিস্তারে আসছে

  • Link to this news (এই সময়)