• কালনার হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে নিহত ২
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • কালনার হিমঘরে বড়সড় দুর্ঘটনা। হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে দু’জনের মৃত্যু হয়েছে। অসুস্থ একাধিক শ্রমিক। বৃহস্পতিবার সকালে কালনার ভবানন্দপুরে মেশিনের মেরামতির কাজ চলছিল। অভিযোগ, সেই সময়ই হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ, সজোরে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে। মৃত্যু হয় দুই শ্রমিকের। অন্য দিকে ঝাঁঝালো গ্যাসে চোখ মুখ জ্বলতে থাকে বাকিদের। গন্ধে অসুস্থ হয়ে পড়েন একের পর এক শ্রমিক। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

    কালনা-২ ব্লকের ভবানন্দপুর গ্রাম। এ দিন সকালে এই ঘটনা ঘিরে গ্রামে একেবারে হইচই শুরু হয়ে যায়। কালনা থানার পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় দমকলেও। বিপদ যাতে না বাড়ে, তার জন্য হিমঘর চত্বর সিল করে দেওয়া হয়। প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছে, হিমঘরের ২০০ মিটারের মধ্যে যেন কেউ না আসেন।

    হিমঘরের কর্মী বুদ্ধদেব প্রামাণিক জানান, ঘটনার সময় স্টোর মেশিন রুমে তিনি এবং আরও সাত জন কাজ করছিলেন। কন্ডেনসারে কাজ করার সময় অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে। বুদ্ধদেবের পায়ে চোট লাগে, জ্ঞান হারান তিনি।

    প্রত্যক্ষদর্শীদের কথায়, সকাল থেকেই তীব্র ঝাঁঝালো গন্ধে ছেয়ে যায় এলাকা। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন সকলে। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, ‘সকালে মা অম্বিকা হিমঘরে সার্ভিসিংয়ের কাজ চলছিল। কাজ করতে গিয়েই অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে বিপত্তি ঘটে। ঘটনাস্থলেই দুই কর্মীর মৃত্যু হয়েছে। আরও একজন আহত হয়েছেন। সকলেই হিমঘরের কর্মী ছিলেন। আহতদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’ কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)