• আরও তিন সাবস্টেশন, বিদ্যুৎ সমস্যা মিটতে চলেছে কোচবিহারে
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • চাঁদকুমার বড়াল, কোচবিহার

    কোচবিহারে বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নে তিনটি নতুন সাবস্টেশন হতে চলেছে। তার জন্য সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পে সবমিলিয়ে প্রায় ৩০ কোটি টাকার বাজেট ধরা রয়েছে। তার জন্য ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি জমি হস্তান্তরের বিষয়টি উল্লেখ করে রাজ্যে ফাইল পাঠানো হয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ এর সুবিধা পাবেন।

    পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির কোচবিহার রিজিওনাল অফিস সূত্রে জানা গিয়েছে, কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট, কোচবিহার ১ ব্লকের চিলকির হাট এবং তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়িতে সাবস্টেশনগুলো তৈরি করা হবে। এখানে তিনটে সরকারি জমি তার জন্য চিহ্নিত করা হয়েছে।

    প্রত্যেকটি সাবস্টেশন থেকে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ হবে। একটি সাবস্টেশন থেকে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ সুবিধা পাবেন। প্রতিটি সাবস্টেশন তৈরিতে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা করে।

    বণ্টন কোম্পানির কোচবিহার রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস বলেন, ‘জেলায় ৮ লক্ষ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। বর্তমানে ২৪টি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তারপরও কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধানেই তিনটি নতুন সাবস্টেশন হচ্ছে। তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

    দপ্তর সূত্রে খবর, আগের মতো এখন ঘনঘন লোডশেডিং না হলেও জেলার বেশ কিছু এলাকায় লো ভোল্টেজের সমস্যা রয়েছে। যার ফলে সমস্যায় পড়ছেন কৃষকরা। জমিতে মোটর চালিয়ে জল দিতে গিয়ে সমস্যায় পড়ছেন। পাশাপাশি সাবস্টেশন থেকে অনেক গ্রামের দূরত্ব বেশি হওয়ায় ব্রেক ডাউন বাড়ছে ঘনঘন। বর্ষাকালে এই সমস্যা আরও বাড়ে। এই সব সমস্যার সমাধানেই নতুন সাবস্টেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কোচবিহার এক ব্লকের কৃষক মজিবর ও রহমান ও সাবের আলি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় লো ভোল্টেজের সমস্যা চলছে। এর আগে বহুবার তা সমাধানের দাবি জানানো হয়েছিল। সাবস্টেশন তৈরি হলে সকলেই তার সুবিধা পাবেন।’

  • Link to this news (এই সময়)