• নজরুলের জন্মভিটে সংস্কারে দেড় কোটি টাকার অনুমোদন
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল

    কাজী নজরুল ইসলামের জন্মভিটে, তাঁর স্মৃতিসৌধ ও স্ত্রী প্রমীলা দেবীর সমাধিস্থল রয়েছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার চুরুলিয়ায়। অনেক আগেই এই এলাকাকে হেরিটেজ বলে ঘোষণা করেছে রাজ্য সরকারের হেরিটেজ কমিশন। এ বার কবির বাড়ি, সমাধিস্থল, মিউজ়িয়াম ও প্রমিলা মঞ্চের আমূল সংস্কারের জন্য আর্থিক অনুমোদন দিল রাজ্যের পর্যটন দপ্তর।

    এ প্রসঙ্গে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নজরুল–গবেষক শান্তনু বন্দ্যোপাধ্যায় জানান, চুরুলিয়ার প্রতি পর্যটকদের আকর্ষণ কীভাবে বাড়ানো যায় যা দেখতে আর্কিটেক্ট মণীশ চক্রবর্তীকে দায়িত্ব দেয় রাজ্য সরকারের পর্যটন দপ্তর। ওই এলাকা কীভাবে সাজানো যায় তা নিয়ে মণীশ দপ্তরে একটি পরিকল্পনাও জমা দেন।

    তার ভিত্তিতেই ১ কোটি ৫৬ লক্ষ টাকা অনুমোদন করেছে পর্যটন দপ্তর। শান্তনু বলেন, ‘চুরুলিয়ায় কোথায় কীভাবে কী কাজ হবে তা ইতিমধ্যে সরজমিনে দেখে গিয়েছেন পর্যটন দপ্তরের ইঞ্জিনিয়ার শিবাশিস সরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, ১ মার্চ থেকে সংস্কারের কাজ শুরু করা হবে।

    কাজ শেষ হবে আগামী ছ’মাসের মধ্যে। এই কাজের আর্থিক অনুমোদন পাওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কাজী নজরুলের ভাইপো কাজি রেজাউল করিম এবং নজরুলের ভাইয়ের নাতনি শিল্পী সোনালি কাজি।

    কেমন পরিকল্পনা রয়েছে পর্যটন দপ্তরের?

    ইঞ্জিনিয়ার শিবাশিস সরকার বলেন, ‘কবি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির চরিত্র এখন একেবারেই বদলে গিয়েছে। কিন্তু তার পাশেই তাঁর দাদার বাড়ি পুরোনো আদলেই রয়েছে। কাজী নজরুলের বাড়ির একটি পুরোনো ছবি পেয়েছি। সেই মতো ডিজ়াইন করে কবির বর্তমান বাড়ি যা নজরুল একাডেমির অফিস হিসেবে রয়েছে, তার সংস্কার করার কথা ভাবা হয়েছে। কবির স্মৃতিসৌধ এবং প্রমীলা দেবীর সমাধিস্থল আরও সুন্দর ভাবে সাজানো হবে। কবির ব্যবহার করা জিনিসপত্রের যে মিউজি়য়াম রয়েছে তাকেও আধুনিক করে তোলা হবে। এ ছাড়া কবির বাড়ি সংলগ্ন রাস্তার সংস্কার করবে স্থানীয় প্রশাসন। একাডেমি লাগোয়া অনুষ্ঠানস্থল প্রমীলা মঞ্চেরও সংস্কার করা হবে।’

    উল্লেখ্য, বছর কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজরুলকে নিয়ে গবেষণা সমেত বিভিন্ন বিষয়ে দায়িত্ব ভূমিকা গ্রহণের দেন। এর পরেই সরকারের নির্দেশে নজরুল একাডেমির সঙ্গে এক মৌ–স্বাক্ষর করে একাডেমি এবং কবির জন্মস্থান সমেত ওই এলাকাটির দায়িত্ব নিয়েছিল বিশ্ববিদ্যালয়। চুরুলিয়ায় নজরুলের জন্মদিনকে ঘিরে সাত দিনের যে মেলা হয় তারও দায়িত্বভার দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

  • Link to this news (এই সময়)