• শিবরাত্রির ছুটির সুযোগে স্কুলের মধ্যেই ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক, শোরগোল এলাকায় ...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যে থেকে উদ্ধার হল এক শিক্ষকের মৃতদেহ। শিলিগুড়ির জলেশ্বরী বাজারের পাশেই মাতঙ্গিনী শিক্ষা নিকেতন নামে একটি বেসরকারি স্কুলের কম্পিউটার শিক্ষক অভিজিৎ নাথ (৫১)-এর দেহ উদ্ধার হয়। ধূপগুড়ির বাসিন্দা এই শিক্ষক প্রতি সপ্তাহে বৃহস্পতিবার স্কুলে আসতেন। শুক্র ও শনিবার ক্লাস করিয়ে আবার ফিরে যেতেন। 

    বুধবার শিবরাত্রি উপলক্ষে স্কুল বন্ধ ছিল। কম্পিউটার শিক্ষক প্রধান শিক্ষকের থেকে চাবি নিয়ে তিনি স্কুলেই রাত কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। বৃহস্পতিবার স্কুলে পড়ুয়া ও তাদের অভিভাবকরা এসে দেখতে পান দরজায় তালা ঝুলছে। খবর দেওয়া হয় অন্যান্য শিক্ষকদের। 

    এরপর তালা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, নিজের ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলছেন অভিজিৎ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। কর্মক্ষেত্রে মানসিক চাপ না অন্য কিছু, কী কারণে অভিজিৎ আত্মহননের পথ বেছে নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)