মহিলার হাতে ধরা প্লাস্টিকের জারে ফনা তোলা কেউটে, ঘাবড়ে গেলেন স্বাস্থ্য কর্মীরা...
আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিষাক্ত কেউটে সাপের বাচ্চাকে প্লাস্টিকের জারে ভরে সটান হাসপাতালে হাজির এক মহিলা। আর তা দেখে পিলে চমকে উঠল হাসপাতালের অন্য রোগী ও চিকিৎসকদের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
জানা গিয়েছে, স্থানীয় মালোপাড়া গ্রামের বাসিন্দা দিলরুবা বিবি নামে এক মহিলা বাড়ির কাছে চাষের জমিতে কাজ করার সময় সাপের কামড় খান। তাঁর চিৎকারে আশপাশের জমির লোক ছুটে এসে দেখেন কালো রঙের একটি বিষধর সাপ দ্রুতগতিতে জমির আল ধরে চলে যাচ্ছে।
আচমকাই ছুটে গিয়ে দিলরুবা সাপটি ধরে তাঁর সঙ্গে থাকা একটি প্লাস্টিকের জারে তাকে ভরে ফেলেন। এরপর কয়েকজনকে সঙ্গে নিয়ে হাজির হন স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্ষেতের ফসল মশারি দিয়ে ঘেরার সময় সাপটি তাঁকে কামড়ে দিয়েছিল। হাসপাতালে তাঁর রক্ত পরীক্ষার পর তাঁকে প্রতিশেধক ইঞ্জেকশন দেওয়া হয়। তাঁর পরিবারের দাবি, কী সাপ কামড়েছে সেটা যাতে চিকিৎসকরা বুঝতে পারেন সেজন্যই সাপ সঙ্গে নিয়ে দিলরুবা হাসপাতালে যান। আপাতত দিলরুবাকে 'অবজারভেশন'-এ রাখা হয়েছে।
এবিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক বলেন, ওঁর সাহসিকতায় আমরা মুগ্ধ। অন্য কোথাও না গিয়ে সরাসরি হাসপাতালে চলে আসায় আমরা দ্রুত তাঁর চিকিৎসা শুরু করতে পেরেছি।