• ফাদার দ্যতিয়েনের জন্মশতবার্ষিকী উদযাপন
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলা সাহিত্যের অন্যতম সেবক, রম্য রচনাকার, গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক ফাদার দ্যঁতিয়েনের জন্মশতবার্ষিকী পালিত হলো বৃহস্পতিবার শান্তিনিকেতনে। বিশ্বভারতী-র বাংলা বিভাগ, সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বশাসিত) কলকাতা এবং সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সংসদের উদ্যোগে এই উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ড: বিনয় কুমার সোরেন, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফাদার ড: ডমিনিক স্যাভিও এবং সর্বাধ্যক্ষ ফাদার জয়রাজ ভেলুস্বামি, সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদের সম্পাদক ফিরদৌসুল হাসান। অনুষ্ঠানে ফাদার দ্যতিয়েনের সাহিত্য কীর্তি নিয়ে আলোচনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড: পবিত্র সরকার এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড: চিন্ময় গুহ। অনুষ্ঠানে বিশিষ্ট রম্য রচনাকার কৃষ্ণ শর্বরী দাশগুপ্তকে ফাদার দ্যতিয়েন শতবার্ষিকী স্মারক সম্মান প্রদান করা হয়। এই উদযাপনের অংশ হিসেবেই শুক্রবার শান্তিনিকেতনের পরশমণিতে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা ও তার প্রাক্তনীদের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছিল।
  • Link to this news (আজকাল)