• মমতার কৃচ্ছ্রসাধনেই বটবৃক্ষ তৃণমূল, দলনেত্রীর পাশে দাঁড়িয়ে বার্তা অভিষেকের ...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মমতার কৃচ্ছ্রসাধনেই বটবৃক্ষ তৃণমূল। দলনেত্রীর সামনে দাঁড়িয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

    নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক ঘিরে সাজো সাজো রব ছিল বুধবার রাত থেকেই। আর বৃহস্পতিবার সকাল থেকেই নেতাজি ইন্ডোর চত্বরে শুধু তৃণমূল নেতাকর্মীদের ভিড়। 

    তৃণমূলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সির উদ্বোধনী ভাষণের পরই বক্তৃতা দিতে ওঠেন অভিষেক। শুরু থেকেই ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। বাংলাকে কলুষিত করার চেষ্টা করেও বিজেপি সহ বিরোধীরা যে সুবিধা করতে পারছে না সেকথা দৃপ্ত গলায় বলেন অভিষেক। এরপরই আগামী বছরের বিধানসভা ভোট নিয়ে অভিষেক দেন বার্তা। বলে দেন, ‘‌অন্তত ২১৫ আসন চাই। দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরব। এক ছটাক জমিও ছাড়ব না।’‌ দলীয় নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে অভিষেক জানিয়েছেন, ‘‌কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা নিয়ে বসে থাকবেন না। মানুষের কাছে যান। কাজ শুরু করুন এখন থেকেই। নেতারা ক্ষমতা দেখাতে গিয়ে আসলে দলকেই ছোট করছেন।’‌ এরপরই তিনি জানান, ‘‌বেইমানদের একদম বরদাস্ত নয়।’‌ 

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত গিয়ে অভিষেক বলেন, ‘‌২৮ পাতার চার্জশিটে শুধু আমার নাম। আদালতে আমার বিরুদ্ধে প্রমাণ দিলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।’‌ তবে সিবিআই যে ভয়ও পেয়েছে একথা জানাতে ভোলেননি অভিষেক। বক্তৃতার শেষে ফের বিজেপিকে কটাক্ষ করে জানিয়ে দেন, ‘‌ওদের ইডি, সিবিআই আছে। আমাদের মতো কর্মী নেই।’‌  

     
  • Link to this news (আজকাল)