• রাতের শহরে ফের পথ দুর্ঘটনা, আহত গাড়ির চালক
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বেপরোয়া গতির ফলে ফের রাতের শহরে পথ দুর্ঘটনা। চিংড়িহাটা থেকে সল্টলেকের দিকে একটি গাড়ি যাচ্ছিল। তবে গতি বেশি থাকার জন্য ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। ঘটনার জেরে চালক আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত চলে আসে বিধাননগর থানার পুলিশ। তারাই আহত চালককে ভর্তি করে বিধাননগর হাসপাতালে। পরে সেখান থেকে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। 

    এই এলাকায় প্রায়ই এই ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। পুলিশের সাবধানতা সত্ত্বেও এই বারে বারে বেপরোয়া গতির শিকার হন গাড়ির চালকরা। রাতের দিকে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেদিকে চেষ্টার খামতি করছে না পুলিশ। তবে যতদিন না চালকদের হুঁশ ফিরবে ততদিন পর্যন্ত এই ধরণের দুর্ঘটনা ঘটতেই থাকবে। 
  • Link to this news (আজকাল)