আবাসন তৈরিতে বড়সড় বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত এক শ্রমিক, গুরুতর আহত আরও একজন
আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেসরকারি বহুতল আবাসন তৈরির সময় বড়সড় বিপত্তি ঘটল। মাটি চাপা পড়ে নিখোঁজ হলেন দুই শ্রমিক। পুলিশ সূত্রের খবর, নিখোঁজ দু'জনেই ভাঙ্গরের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে তাঁরা রাজারহাট নাঙ্গলপোতায় ২১১ নম্বর মেইন রোডের ধারে ওই আবাসন তৈরির প্রয়োজনে মাটি খোঁড়ার কাজ করছিলেন। দুপুর ১টা নাগাদ আচমকাই পাশের থেকে মাটি ধসে তাঁরা চাপা পড়ে যান। নিখোঁজ দুই শ্রমিক শ্যাম মণ্ডল ও অভিজিৎ মণ্ডল বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পরেই রাজারহাট থানা ও প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়। ঘটনায় আতঙ্কিত অন্যান্য শ্রমিকরা। নিখোঁজ দুই শ্রমিকের পরিবারের লোকেরা ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্যাম মণ্ডলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যদিকে অভিজিৎ মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।