উস্তিতে শুটআউটের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত-সহ ৮
দৈনিক স্টেটসম্যান | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
উস্তির শুটআউটের ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তে উঠে এসেছে, মাটি ব্যবসায়ী বুদ্ধদেব হালদারকে খুনের জন্য মূল অভিযুক্ত খোকন খুনের জন্য পাঁচ লক্ষ টাকার সুপারিও দিয়েছিল। ব্যবসায়িক কারণে দু’জনের মধ্যে গোলমাল ছিল। সেই কারণেই খুনের ছক কষা হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে বলেন, খুনের ঘটনায় মূল অভিযুক্ত খোকন। পাঁচ লক্ষ টাকা সুপারি দিয়ে ওই মাটি কারবারিকে খুনের বরাত দিয়েছিল সে। নিখুঁত পরিকল্পনা করে বুদ্ধদেব হালদারকে খুন করা হয়। অপরাধের পর প্রত্যেকেই গা ঢাকা দেয়।
৬ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার বাগারিয়া বাজারে খুন হয়েছিলেন বুদ্ধদেব হালদার নামে এক ব্যবসায়ী। সেই ঘটনার তদন্তে স্থানীয় সোর্সের উপরই ভরসা করতে হয়েছে পুলিশকে। এরপর একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজও উদ্ধারও হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বুদ্ধদেবের সঙ্গে খোকনের অনেক দিন ধরেই ব্যবসায়িক গোলমাল রয়েছে। মাটি ফেলা ও জমির দালালি নিয়ে তাদের মধ্যে ঝামেলা ছিল। সম্প্রতি তা আরও বাড়ে। খোকনের মনে হয়েছিল, খুন হতে পারে সে। তাই বুদ্ধদেবকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এক আত্মীয়ের সাহায্যেই গোটা অপারেশনের প্ল্যান করেছিল খোকন।