• 'এত জোরে গাড়ি ছুটছে কেন?' বাবলু যাদবের গ্রেফতারে প্রশ্ন সুতন্দ্রার মায়ের...
    ২৪ ঘন্টা | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • বিধান সরকার: সত্যিটা কি জানতে চান সুতন্দ্রার মা। প্রয়োজনে দুই গাড়ির সবাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুক পুলিস চাইছেন তিনি। যাদের বয়ান নিয়েছিল পুলিস তারা একেকবার একেক রকম বলছে কেন? বাবলু যাদব ও তার সঙ্গীদের কেন এখনও ধরা গেল না কেন? সুতন্দ্রার মায়ের কোনও বয়ান রেকর্ড করা হয়নি।ইংজেরিতে লেখা হয়েছিল বয়ান। যে অভিযোগকারী সে ইংরেজি বোঝে না, দাবি ছিল সুতন্দ্রার মায়ের। এরপরই বাবলু যাদবকে বৃহস্পতিবার গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ 

    তবে বিচারে দাবিতে লড়াই চালিয়ে যাবেন তিনি। সুতন্দ্রার গাড়িতে যারা ছিল তাদের জবানবন্দি নিতে আজ কাঁকসায় ডেকেছে পুলিস। আজ সুতন্দ্রার বাড়িতে যায় মুক্ত মঞ্চ সংগঠনের শিল্পীরা। তাদের সামনে কান্নায় ভেঙে পরেন তনুশ্রী চট্টোপাধ্যায়। শিল্পীদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। রাতে অনুষ্ঠান করতে গিয়ে অনেকবার অপ্রীতিকর অবস্থার সম্মুখিন হতে হয় তাদের। তখন রাস্তায় পুলিসের দেখা মেলে না বলে দাবি। 

    সুতন্দ্রার সঙ্গে ইভটিজিং হয়েছিল কিনা, তার গাড়িরচালক প্রথমে সেই দাবি করার পর অভিযোগে কেন তা লেখা হল না। সিসিটিভি ফুটেজে যে ভাবে গাড়ি ছুটছে দেখা গিয়েছে, কেন এট গতি তা নিয়েও প্রশ্ন তনুশ্রী চট্টোপাধ্যায়ের। সুতন্দ্রার মায়ের প্রশ্ন, 'সাদা গাড়িতে তো আরও অনেকে ছিলেন। তাঁদের কেন এখনও গ্রেফতার করা গেল না?' তাঁর আরও দাবি, 'আমরা সিসিটিভি ফুটেজে দেখছি সাদা গাড়িটা আগে যাচ্ছে ৷ পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। এত জোরে কেন চালাচ্ছিল ? ওরা তো দাঁড়িয়ে যেতে পারত। গাড়িতে যারা ছিল, তাঁরা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না-চালাতে। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কে আসল দোষী সেটা পুলিস তদন্ত করুক।'

    পুলিসের দাবি, পানাগড়ে পুরোনো জিটি রোডে রাইসমিল গলির সামনে সুতন্দ্রার গাড়িই বাবলুর সাদা ক্রেটা গাড়িকে ধাওয়া করছিল। সেই দাবির সপক্ষে সিসিটিভি ক্যামেরায় ফুটেজও দেখিয়েছে পুলিস। তবে কে এই বাবলু যাদব! উত্তরপ্রদেশ থেকে প্রায় দশ বছর আগে এসে পানাগড় বাজারের কাওয়ারি মার্কেটে এক ব্যক্তির দোকানে কাজ শুরু করেন বাবলু। সেখান থেকে পরে লোহার যন্ত্রাংশ অল্প পরিমাণে কেনাবেচার ব্যবসা শুরু করেন। মূলত ছোট এবং বড় গাড়ির স্প্রিং পাতির ব্যবসা করতেন তিনি। পরে এই ব্যবসার সঙ্গে যুক্ত এক বাংলাদেশের বাসিন্দা ব্যবসায়ীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। পানাগড়ে কাওয়ারি মার্কেটে মূলত পুরনো গাড়ির স্পেয়ার পার্টস কেনাবেচার বিরাট এলাকা জুড়ে ব্যবসা চলে। 

  • Link to this news (২৪ ঘন্টা)