• কম খরচে হাতি সাফারি! গরুমারার অত্যাধুনিক ব্যবস্থায় খুশি পর্যটকরা...
    ২৪ ঘন্টা | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • অরূপ বসাক: এবার থেকে কম খরচে গরুমারায় হাতি সাফারি করতে পারবেন পর্যটকরা। সংশ্লিষ্ট টিকিট কাটার সাইট বন্ধ রয়েছে, তবে অফলাইনেও হাতি সাফারির টিকিট মিলবে। লাটাগুড়ি প্রকৃতি ও পর্যবেক্ষণ কেন্দ্রের পাশাপাশি মূর্তি টিকিট কাউন্টার থেকেও সাফারির টিকিট কাটা যাবে।

    গরুমারায় হাতি সাফারির জন্য দুটি জায়গায় এলিফ্যান্ট ক্যাম্প রয়েছে। একটি ধূপঝোরায়, অপরটি রামশাইয়ে। তবে রামশাইয়ের পরিষেবাটি বন্ধ রয়েছে। ধূপঝোরা ক্যাম্প থেকে হাতি সাফারির জন্য অনলাইনে টিকিট পেতেন পর্যটকরা। তবে, গত প্রায় দু'মাস ধরে অনলাইনে টিকিট কাটা যাচ্ছিল না। বন দপ্তর সূত্রে খবর, টিকিট কাটার সাইটের কিছু কাজ চলছে। তাই বন্ধ রয়েছে এই সাইটটি। জলদাপাড়ায় অফলাইনে হাতি সাফারি টিকিট দেওয়া হলেও গরুমারায় অফলাইনে তা দেওয়া না হওয়ায় হাতি সাফারি থেকে বঞ্চিত হচ্ছিলেন গরুমারায় বেড়াতে আসা সকল পর্যটকরা। তবে ফের গরুমারায় হাতি সাফারির সুযোগ করে দেওয়া হওয়ায় খুশি পর্যটকরা। কয়েকদিন আগে থেকেই পর্যটকদের জন্য হাতি সাফারির টিকিট অফলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর।

    প্রতিদিন সকাল সাড়ে ৬টা, সাড়ে ৭টা ও বিকেল সাড়ে ৩টা থেকে দিনে তিনবার ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প থেকে হাতি সাফারির সুযোগ পাবেন পর্যটকরা। এর জন্য পর্যটকদের মাথাপিছু গুনতে হবে ১২০০ টাকা করে। যা এতদিন ছিল ১৪০০ টাকা। প্রতি শিফটে ছয়জন করে হাতি সাফারির সুযোগ পাবেন। জানা যাচ্ছে, কুনকি হাতি মাধুরী ও জেনি সকল জায়গা ঘোরাবে। দীর্ঘদিন পরে হলেও গরুমারায় ফের হাতি সাফারির সুযোগ মেলায় খুশি পর্যটকরা। 

    প্রতিমা চৌধুরী নামে এক পর্যটক বলেন, তিনি খুবই খুশি এই অভিনব ব্যবস্থার কারণে। কিন্তু দুঃখের বিষয় তাঁর হাঁটুর সমস্যা থাকায় উঠতে পারেননি কিন্তু তাও তিনি খুবই খুশি। তিনি বলেছেন অনলাইনে টিকিট কাটার সিদ্ধান্ত খুবই ভালো কিন্তু যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারেন না, তাঁদের জন্য অফলাইনটা খুবই সুবিধার। তাই এই দুই ব্যবস্থা থাকার কারণে সব মানুষেরই খুব সুবিধা হবে। পর্যটক সুমন্ত সেন বলেছেন, গরুমারার ধুপঝরাতে এই ব্যবস্থা হওয়ায় সকল পর্যটকই খুশি হয়েছেন। ভবিষ্যতে যারা আসবেন তাঁদেরও খুব সুবিধা হবে। তিনি সকেলা এসেছেন এখানে অনেক কিছু দেখেছেন। সব মিলিয়ে গরুমারার পর্যটকদের মনে এবার খুশির জোয়ার, সকলেই অত্যন্ত উদগ্রীব হাতি সাফারি করার জন্য।

     

  • Link to this news (২৪ ঘন্টা)