• 'আই প্যাক-এর নামে অপপ্রচার চলছে, ওদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে...'
    ২৪ ঘন্টা | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশের আগে কীভাবে চলবে তৃণমূল? সম্মেলনে রণকৌশল ঠিক করে দিতে পারেন মমতা। তবে এদিনের মিটিংয়ে বেশ কিছু কথা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। ভুয়ো ভোটার তালিকা থেকে আধার কার্ড কেলেঙ্কারি এদিন মঞ্চ থেকে একের পর এক বিষয় নিয়ে বিরোধীদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে ওরা টার্গেট করেছে কারণ ওদের বিরুদ্ধে বাংলা লড়ে। 

    মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দিল্লি বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই বাংলাকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। পঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। 

    মমতার স্পষ্ট বক্তব্য, '১০ দিন সময় দিচ্ছি। অনলাইনের সঙ্গে ভোটার তালিকা মেলান। ভুয়ো ভোটার খুঁজে বের করুন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের আশীর্বাদে। যারা এই কাজ করেছে তাদের হাতেনাতে ধরব। কিছু বিএলআরও দায়িত্ব পালন করেনি। জেলাশাসকদেরও দায়িত্ব ছিল। কিন্তু নির্বাচন এলেই দেখি প্রশাসনকে ধমকে-চমকে, দিল্লিতে ডেকে নিজেদের মতো চালায়।' 

    এদিন আই প্যাক নিয়েও ধোঁয়াশা পরিস্কার করলেন মমতা। বুঝিয়ে দিলেন, আগামী দিনে দলের কাজকর্মে সাহায্য করবে আই প্যাক। দলের নেতা-কর্মীদেরও বার্তা দিলেন যেত তারা আইপ্যাককে সাহায্য করে। তিনি বলেন, পিকের আইপ্যাক এটা নয়। ওরা অন্য জায়গায় কাজ করে। ও একটা রাজনৈতিক দলও করেছে। কাজটা সবাইকে একসঙ্গে করতে হবে। এদের নামে উলটোপালটা বলা বন্ধ করুন। 

  • Link to this news (২৪ ঘন্টা)