বিক্রম রায়, আলিপুরদুয়ার: গরুচোর সন্দেহে এক মহিলাকে গণধোলাই দেওয়া হচ্ছিল। তাঁকে বাঁচাতে এসে রীতিমতো হিমশিম খেতে হল বিশাল পুলিশ বাহিনীকে। দীর্ঘ সময় পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করল। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের পাটকাপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কয়েকটি বাড়ি থেকে লাগাতার গরু চুরির ঘটনা ঘটেছিল। তাই নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভও রয়েছে বিস্তর। এলাকারই বাসিন্দা ওই মহিলার বাড়ি থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার হয়েছে। এই কথা জানাজানি হতেই বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কেবল পাটকাপাড়া এলাকাই নয়, আশপাশের একাধিক গ্রাম থেকে বাসিন্দারা সেখানে পৌঁছে যান। হাজার খানেক মানুষ সেখানে জড়ো হন।
ওই মহিলাকে ধরে গণধোলাই শুরু হয়। এদিন বেলা ১০টার পর থেকে ওই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিন্তু পুলিশকে দেখে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ঘোরালো বুঝে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। আলিপুরদুয়ার, হাসিমারা, কালচিনি, ফালাকাটা, শামুকতলা থানা ও নিমতি ফাঁড়ি আউটপোস্টের বিপুল পুলিশ বাহিনী সেখানে যায়। তারপরেও ওই মহিলাকে উদ্ধারে বাধা দেওয়া হয়।
পুলিশের সঙ্গেও বিবাদ শুরু হয়ে যায় সাধারণ মানুষের। র?্যাফ নেমে পরিস্থিতি আয়ত্তে আনে। জখম ওই মহিলাকে কোনও রকমে উদ্ধার করে পুলিশ এলাকা ছাড়ে। আক্রান্ত মহিলা আলিপুর জেলা হাসপাতালে ভর্তি। পুলিশ এলাকার তদন্ত শুরু করেছে।