• ‘শিকল পরিয়ে ভারতীয়দের ফেরাচ্ছে, লজ্জা করে না’, ‘অভিবাসী’ বিতড়ন নিয়ে ফের মমতার নিশানায় মোদি
    প্রতিদিন | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা থেকে ভারতীয় ‘অভিবাসী’দের বিতড়ন নিয়ে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর দাবি, যেভাবে ভারতীয়দের কোমরে শিকল পরিয়ে ভারতে ফেরানো হচ্ছে, সেটা দেশের জন্য অপমানজনক। অথচ কেন্দ্র সরকার কোনওরকম দায়িত্ব নিতে নারাজ।

    বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর দলের সর্বস্তরের কর্মীদের বৈঠকের মঞ্চ থেকে মোদি সরকারকে নিশানা করে তৃণমূলনেত্রী প্রশ্ন তোলেন, “এখন আমেরিকায় কী হচ্ছে? কোমরে শিকল পরিয়ে ফেরত পাঠাচ্ছে ভারতীয়দের। লজ্জা করে না, শিকল পরিয়ে ভারতীয়দের অপমান করা হচ্ছে। আপনারা বলতে পারতেন না, যে আপনারা ছাড়ুন আমরা সসম্মানে ফিরিয়ে আনব। যেমনটা কলম্বিয়া করেছে। সম্মানের সঙ্গে নিয়ে আসতে পারতেন। সেই দায়িত্ব তো আপনারা নেননি।”

    এদিন নেতাজি ইন্ডোর থেকে আরও একবার তিনি বললেন, “আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই-বোনেরা অপমানিত হচ্ছেন। আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। আজকে অন্য দেশও অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী বলে আমাদের ভাইবোনেদের শিকল পরিয়ে দেশে পাঠাচ্ছে। আর আপনারা তখন বসে মিটিং করছেন, গালগপ্প করছেন। একবারও তাকিয়ে দেখছেন না। যদি আমাদের দেশের লোকের বিপদে পড়ে, তাহলে আপনারা কেন বলবেন না, তোমরা শিকল বেঁধে পাঠিও না। কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলছে না আমার লোকেদের আমি ফিরিয়ে নিয়ে যাব এবং কাজ দেব।” প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতার প্রশ্ন, “নিজের দায়িত্ব পালন করেছেন কি?”

    বস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নীতি কঠোরভাবে কার্যকর করতেই মার্কিন মুলুকে বসবাসরত বেআইনি অভিবাসী বা অনুপ্রবেশকারীদের বিতড়ন শুরু হয়েছে। ইতিমধ্যেই তিনশোর বেশি ভারতীয়কে আমেরিকা থেকে বিতড়িত করা হয়েছে। এবং এদের অনেককেই দেশে ফেরানো হয়েছে হাতে শিকল, কোমরে দড়ি পরানো অবস্থায়। সেটা নিয়ে আগেও আপত্তি জানিয়েছেন মমতা। তাঁর দাবি, ট্রাম্পের নীতির বিরোধিতা না করলেও অন্তত ভারতীয়দের সসম্মানে দেশে ফেরানোর দায়িত্ব নেওয়া উচিত ছিল ভারত সরকারের।
  • Link to this news (প্রতিদিন)