• বাইপাসে ট্রাক উলটে বিপত্তি! যানজটের জেরে ভোগান্তিতে পরীক্ষার্থী থেকে জনসাধারণ
    প্রতিদিন | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনা সাদার্ন বাইপাসে। রাস্তার ধারে রাখা ইমারতি দ্রব্যে ধাক্কা খেয়ে উলটে গেল পাটের দড়ি বোঝাই ট্রাক। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সাদার্ন বাইপাসের খাসমল্লিক এলাকায়। হতাহতের কোনও খবর নেই। তবে রাস্তায় ট্রাক উলটে তীব্র যানজটে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। ঘটনায় শোরগোল এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর বেলায় ট্রাকটি উলটে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন বাসিন্দারা। তাঁরাই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কোনও হাতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, নদিয়া থেকে গাড়িটি জয়নগরের দিকে যাচ্ছিল। সাদার্ন বাইপাসের কাছে ১৬ চাকার বড় গাড়িকে দিতে জায়গা দিতে রাস্তার বাঁ দিকে সরে যায় গাড়িটি। তাতেই বাঁধে বিপত্তি! রাস্তার ধারে রাখা ইট, বালি-সহ ইমারতি দ্রব্যে ধাক্কা খেয়ে উলটে যায় গাড়িটি।

    এদিকে, এলাকাটি জনবহুল ও আশেপাশে প্রচুর স্কুল রয়েছে। বর্তমানে পরীক্ষাও চলছে। ট্রাকটি উলটে যাওয়াই সমস্যায় পড়েন ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। যান নিয়ন্ত্রণ শুরু করা হয়েছে। পথ চলতি গাড়িগুলিকে বাইপাসের অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)