• তিনি বিজেপিতে যোগদান করছেন, গুজব ছড়ানোর দায় কি এড়াতে পারেন অভিষেক নিজে?
    হিন্দুস্তান টাইমস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে গুজব ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে এই অভিযোগ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী এজন্য সংবাদমাধ্যমের একাংশকেও দায়ী করেন তিনি। কিন্তু কেন রটছে অভিষেকের নামে গুজব? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এজন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একেবারে দায় এড়াতে পারে না। সংবাদমাধ্যমের কাছে খবর এলে তা তো তা প্রকাশ করবেই।

    রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ ও বিভিন্ন শাখা সংগঠনের নেতারা রাজ্য প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামিল করার দাবিতে প্রকাশ্যে সরব হয়েছেন। তাদের মধ্যে অন্যতম ভরতপুরের বিধায়ক হুমায়ুঁ কবির। তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসানোর দাবি তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দায়িত্বের চাপ বেড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু প্রকাশ্য সেই মন্তব্য করার জন্য হুমায়ুনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। এমনকী তাঁর মন্তব্যকে তৃণমূল সমর্থন করে কি না তাও জানাননি দলের কোনও মুখপাত্র।

    এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় তৃণমূলের শিক্ষক সংগঠনের ২ নেতাকে বহিষ্কার করে দল। তাদের মধ্যে ছিলেন ওয়েবকুপার সহ সভাপতি মণিশংকর মণ্ডল। বহিষ্কৃত হয়ে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমি সারা কলকাতায় ‘দ্য গেম চেঞ্জার দাদা’ বলে পোস্টার লাগিয়েছিলাম। সেজন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাকে ফোন করে থ্রেট করেছিলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হয়ে প্রচার করা যে দলবিরোধী কাজ সেটা আমার জানা ছিল না।’ প্রশ্ন হল, অভিষেকের অনুমতি ছাড়া পোস্টার লাগানো হয়ে থাকলে সেকথা অভিষেক নিজে প্রকাশ্যে এসে বললেন না কেন? কেন নিজে তাঁর অনুগামীদের এসব কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করলেন না তিনি? তবে কি এসবে প্রচ্ছন্ন মদত রয়েছে তাঁর?

    এছাড়া মাঝে মাঝেই তৃণমূলের অন্দরে অভিষেক নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে খবর আসে তৃণমূল নেতাদের থেকেই।

    বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন দল আসছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)