• দুর্নীতির প্রমাণ দিন, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব, আবার হুমকি অভিষেকের
    হিন্দুস্তান টাইমস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • চলতি মাসেই সুজয়কৃষ্ণ ভদ্রের দেওয়া চার্জশিটে রয়েছে তাঁর নাম। সিবিআই কোনও পরিচয় উল্লেখ না করলেও একথা স্বীকার করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় তিনি বলেন, বিজেপির মতো ইডি - সিবিআইও ভাববাচ্যে কথা বলছে দেখে ভালো লাগছে।

    এদিন অভিষেক বলেন, ‘কোনও খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিটে ২ জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে কোনও পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্যে কথা বলত, ইডি সিবিআই এখন ভাববাচ্যে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে।’

    এর পরই দৃপ্ত কণ্ঠে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি সকাল - বিকেল কথা পাল্টাই না। ৫ বছর আগে ২০২০ সালে কোভিডের সময় বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনওরকম আদালতে সিবিআই বা ইডি যদি আদালতে কোনও তথ্য বা প্রমাণ দিতে পারে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনও ভুল হয়েছে, কোনও দুর্নীতি হয়েছে, কেউ ১০ পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না। ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি।’

    সিবিআইকে অভিষেকের চ্যালেঞ্জ, ‘আপনার কাছে প্রমাণ থাকলে দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গিয়েছিলাম। যাত্রা বন্ধ করে এসেছি। ১ দিনের জন্য সিবিআই দফতরে গেছি, ১০ ঘণ্টা জেরা করেছে। তার পর বাঁকুড়ায় গিয়ে আবার যাত্রায় যোগদান করেছি। কাঁচ কলা। আপনি কী ভাবছেন, ধমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন মানুষের কাছে যাব, মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ করব না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)