• বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন মমতা, কত আসনের লক্ষ্যমাত্র দিলেন তিনি?
    হিন্দুস্তান টাইমস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের জন্য লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় তিনি বিধানসভা নির্বাচনে ২১৫টার কম আসন পাওয়া যাবে না বলে মন্তব্য করেন। একই সঙ্গে বিজেপি প্রার্থীদের জামানত জব্দ করার ডাক দেন তিনি। 

    এদিন মমতা বলেন, ‘বলেছিল না আগেরবার এসে, ইস বার দোসো পার। আর দিল্লিতে বলেছিল, ইস বার চারসো পার। হিসেবটা মিলিয়ে নেবেন। অভিষেক যেটা বলেছে সেটাই আসলে সত্যি। আমি ওটাই বোঝাতে চেয়েছি। আমি সবটা বলি না। ওরা যেটা বলতে পারে আমি সেটা পারি না। আমি বলেছি, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তো থাকবেই। তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা। আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। ওই ২১৫ যেটা বলেছে। এখন আমাদের কাছে ২২০ - ২১ আছে। বিজেপির থেকেও অনেকে যোগদান করেছে। আমরা ২১৫ পার করব তার পর কোনও কথা। তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না।’

    বলে রাখি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২১৪টি আসন। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। আর ISF পেয়েছিল ১টি আসন। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)