• আইপ্যাকের কথাতেই উঠ - বস করতে হবে তৃৃণমূল নেতাদের, স্পষ্ট করে দিলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আইপ্যাকের নির্দেশ মেনেই কাজ করতে হবে তৃণমূল নেতাকর্মীদের। এব্যাপারে কোনও ওজর আপত্তি করা যাবে না। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সভায় একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় ‘আমাদের আইপ্যাক’ বলে সম্মোধন করেন তিনি। বলে দেন, এই আইপ্যাকের সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও সম্পর্ক নেই।

    এদিন মমতা বলেন, ‘এখানে আমাদের সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশনের সভাপতিরা রয়েছেন। আমাদের আইপ্যাকও রয়েছে। আইপ্যাককে যা খুশি বলা যাবে না। এই আইপ্যাক সেই আইপ্যাক নয়। পিকে বিহারে আলাদা দল বানিয়েছে।’

    বলে রাখি, ২০২১এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভোটকুশলী সংস্থা হিসাবে নিয়োগ করা হয় আইপ্যাকে। প্রায় ৪০০ কোটি টাকার বিনিময়ে আইপ্যাক দায়িত্ব নেয় বলে সূত্রের খবর। সেই ভোটে বিজেপিকে হারিয়ে বাজিমাত করে তৃণমূল। দলের অনেক নেই বলেন, ওই ভোটে আইপ্যাক না থাকলে উতরানো মুশকিল ছিল।

    তবে তার পর থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সম্প্রতি আইপ্যাক টাকা নিয়ে দলীয় পদ বিক্রি করেছে বলে অভিযোগ করেন মমতার পুরনো সৈনিক মদন মিত্র। তবে পরদিনই নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

    ওদিকে ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় ফেরার পর আইপ্যাক ছাড়েন প্রশান্ত কিশোর। সম্প্রতি বিহারে নিজের রাজনৈতিক দল গঠন করেছেন তিনি। এরই মধ্যে পশ্চিমবঙ্গে আরেকটি ভোটের দামামা বাজা সময়ের অপেক্ষা। তার আগে মমতার নির্দেশ আইপ্যাকের কথাতেই চলতে হবে তৃণমূল নেতাদের।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)