বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে: মমতা
হিন্দুস্তান টাইমস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
ভোটার লিস্টে কারচুপি করে পশ্চিমবঙ্গ দখলের চেষ্টা চালাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদাহরণ দিয়ে একথা বোঝালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নথি তুলে ধরে তিনি বললেন, একই ভোটার কার্ড নম্বরে পশ্চিমবঙ্গের ভোটারের সঙ্গে নাম রয়েছে ভিনরাজ্যের ভোটারেরও। ভোটের সময় ট্রেনে করে এরা অন্য রাজ্য থেকে ভোটারদের এনে এখানে ভোট দেওয়াবে।
এদিন মমতা বলেন, ‘ইলেকশনে যাওয়ার আগে যুদ্ধকালীন ভাবে যে কাজটা করতে হবে সেটা হল ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা না হলে ইলেকশনে যাওয়ার কোনও প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে এসব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস নামে একটা কোম্পানি রয়েছে। তার অধীনে ইন্ডিয়া ৩৬০ নামে একটা সংস্থা এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। তারা ডেটা অপারেটরদের কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তখন বাইরের লোক ভোটটা দিয়ে দেবে। বাংলার ভোটারদের একই এপিক নম্বরে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, বিহারের লোকেদের নাম তুলেছে। ভোটের আগে তাদের রেলে করে নিয়ে আসবে। আবার মুর্শিদাবাদের ভোটারদের নাম তুলেছে উত্তর ২৪ পরগনায়। কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে। তাদের নিয়ে আসবে উত্তর ২৪ পরগনায়।’
এর পর একটি তালিকা তুলে ধরে একের পর এক উদাহরণ দিতে থাকেন মমতা। যেখানে একই এপিক নম্বরে নাম রয়েছে ২ ভোটারের। মমতা বলেন, ‘এটা বিজেপির চক্রান্ত। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, অন্য সংস্কৃতি মানতে হবে। বাংলায় আরেকটা জাগরণ করতে হবে। সেটা আপনাদের করতে হবে। আমরা এটা মানবো না। বাংলা বহিরাগতদের অতিথি হিসাবে সম্মান করবে। কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না। এটা বাংলা দখল করার খেলা। দিল্লিতে বসে খেলাটা খেলছে। এভাবে মহারাষ্ট্র, দিল্লিকে হরিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। আমরা পেরেছি।'