বিজেপির আয়ু আর বড় জোর ২ - ৩ বছর, বাংলা ওদের জবাব দেবে: মমতা
হিন্দুস্তান টাইমস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
বিজেপির আয়ু আর ২ - ৩ বছর। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় সভা থেকে এমনই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সভায় তিনি বলেন, মহারাষ্ট্র, দিল্লিতে ওরা যা করেছে বাংলায় করতে পারবে না। চ্যালেঞ্জ রইল।
এদিন মমতা বলেন, ‘ওদের টাকার জোর আছে। ওদের এজেন্সির জোর আছে। আমি নির্বাচন কমিশনকে খুব সম্মান করতাম। এখনও করি। যতদিন সম্মানের জায়গায় থাকবে করব। কিন্তু আপনারা কি জানেন সদ্য নির্বাচন কমিশনার হয়েছেন কে? আপনাদের জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দফতরের যিনি মাননীয় সচিব ছিলেন তাঁকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে করা। নির্বাচন কমিশন যতদিন নিরপেক্ষ না হবে ততদিন বদনাম থেকে যাবে। আমরা বিদেশে গর্ব করি যে আমরা বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু সত্যিই কি তাই?’
এর পরই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মামতা বলেন, ‘মহারাষ্ট্রে হারিয়েছে কী করে? ওরা ধরতে পারেনি। দিল্লিতে হারিয়েছে কী করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ। আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন তো? ২০২৭ - ২৯ এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা আর ২ - ৩ বছর যা পারবে করবে। তার পর ওদের আয়ু আর নেই। বাংলাকে ওরা টার্গেট করেছে কারণ, অন্য কেউ লড়তে পারে না। বাংলা লড়তে পারে।’
বলে রাখি, সম্প্রতি একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির অপ্রত্যাশিত জয় হয়েছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লি। ৩ জায়গাতেই বিজেপির পরাজয়ের পূর্বাভাস ছিল। কিন্তু ৩ রাজ্যের বিপুল জয় পেয়ে সরকার গড়েছে গেরুয়া শিবির। যাতে বড় ধাক্কা খেয়েছে বিরোধী ঐক্য। প্রশ্ন উঠে গিয়েছে ইন্ডি জোটের প্রাসঙ্গিকতা নিয়ে।