‘সিবিআই ভয় পেয়ে ভাববাচ্যে কথা বলছে’, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তোপ অভিষেকের
হিন্দুস্তান টাইমস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
আজ, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিরাট সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর তার জেরে সকাল থেকেই দলে দলে কর্মী–সমর্থকরা ভিড় করেছেন। আর এখান থেকে একদিকে বিজেপিকে হারানোর সংকল্প অপরদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এবার লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সিবিআই চার্জশিট নিয়ে বিজেপি নেতারা যখন নানা কথা বলছেন তখন সেটার কড়া জবাব দিলেন। তোপ দাগলেন সিবিআইয়ের বিরুদ্ধেও।
এদিকে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কানায় কানায় ভরে গিয়েছে। আর তার মধ্যেই দলের নেতা–কর্মীদের কাছে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভরা মঞ্চ থেকে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। বিজেপি নেতারা যেমন ভাববাচ্যে কথা বলে থাকে। ওদের এই ভয় আমার ভাল লেগেছে। আমি কথা পাল্টাই না। আগেও বলেছিলাম, কেউ কোনও দুর্নীতি প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে চলে যাব। এখনও তাই বলছি।’
অন্যদিকে একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। কিন্তু রাজ্য সরকার সেই টাকা দেওয়ার কথা দিয়েছিল এবং দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে পথশ্রী প্রকল্পে বিপুল টাকা খরচ করেছে রাজ্য সরকার বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই তাঁর বক্তব্য, ‘এসব খবর দেখতে পাবেন না টিভিতে। কারণ বাংলাকে কালিমালিপ্ত করার কাজে সংবাদমাধ্যমের একাংশ জড়িত রয়েছে। বিজেপি নেতাদের কাছ থেকে তামাক খেয়ে। আমি এসব নিয়ে বলতে চাই না। খবরে রটিয়ে দেওয়া হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাব। খবরের সব মিথ্যা। আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা দিয়েই বেরোবে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’।’
এছাড়া দলের নেতা–কর্মীদের সতর্ক করেছেন অভিষেক। একইসঙ্গে বিজেপি নেতাদের তোপ দেগেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘২০২০ সালে বলেছিলাম আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনও ভুল হয়েছে বা কোনও দুর্নীতি হয়েছে। কেউ দশ পয়সা তুলেছে প্রমাণ করতে পারলে চার্জশিট লাগবে না। সমন দিয়ে ডাকতে হবে না। ফাঁসির মঞ্চ করুন মৃত্যুবরণ করব। আজও একই কথা বলব প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। নবজোয়ারের সময় সিবিআই ডেকেছিল। কী হল? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, আঘাত করবেন তত শক্তিশালী হবো। আপনাদের কাছে বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মানুষের কাছে যাব মাথানত করব।’