জেলে তো ভরেছিলেন অনেককেই, কটা প্রমাণ করতে পারেছেন আজ পর্যন্ত? CBIকে খোঁচা মমতার
হিন্দুস্তান টাইমস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
নিয়োগ দুর্নীতির চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে শোরগোলের মধ্যে নেতাজি ইনডোরে দলের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় এজেন্সিগুলির দক্ষতা নিয়ে ফের একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, নির্বাচন কাছে এলেই তৎপর হয় কেন্দ্রীয় এজেন্সি। এমনকী বিজেপি সংবাদমাধ্যমের ওপরেও নিয়ন্ত্রণ কায়েম করেছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী।
এদিন মমতা বলেন, ‘ইলেকশন যত এগিয়ে আসবে এজেন্সির তৎপরতা বাড়বে। সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে। এখানে সাংবাদিকদের কোনও দোষ নেই। সংবাদমাধ্যম বলতে পারে না। সাংবাদিক আর সংবাদমাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে। মালিকরা বিভিন্ন ব্যবসা করেন। তাদের কখনও আয়কর, কখনও সিবিআই - ইডি দেখিয়ে ভয় দেখানো হয়। আর বিজেপি পার্টি অফিস থেকে লিখে পাঠিয়ে দেওয়া হয়। আজকে সারাদিন এই খবরটা চলবে, আর এই খবরটা চলবে না। নির্বাচন এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। মনে পড়ে, তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। মনে পড়ে, তৃণমূলের কাকে কাকে জেলে ভরা হবে। জেলে তো ভরেছিলেন অনেককেই, কটা প্রমাণ করতে পারেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজি কর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। কেসের পর কেস চলছে। কোন মুখে কথা বলের আপনারা।’
বলে রাখি, আরজি কর কাণ্ডে ইতিমধ্যে রায় দিয়েছে নিম্ন আদালত। খুনি ও ধর্ষক সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফাঁসির সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের এই আবেদন করার এক্তিয়ার নেই বলে তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।