• ভোটকুশলী সংস্থার ভূমিকা কী? দলকে স্পষ্ট বার্তা দিলেন মমতা
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • তৃণমূলের নির্বাচনী প্রস্তুতিতে ভোটকুশলী সংস্থার ভূমিকা কী হবে? নেতাজি ইন্ডোরের দলীয় সভা থেকে কর্মীদের তারই স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ওদের ৫০টা এজেন্সি যখন থাকবে, আমাদের একটা তো থাকবে কম করেও। যাঁরা দেখবে, ফিল্ড সার্ভে করবে... তাদের যাওয়ার তো দরকার আছে।’

    বৃহস্পতিবারের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল শীর্ষস্তরের নেতারা। উপস্থিত ছিলেন দলের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে নানা স্তরের জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন দলের নানা স্তরের নেতা-কর্মীরা, ছিলেন শাখা সংগঠনের নেতারাও। তাঁদের সামনেই মমতার নির্দেশ ভোটকুশলী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে দলের নেতা-কর্মীদের। তিনি বলেন, ‘পিকের আইপ্যাক এটা নয়। ওরা অন্য জায়গায় কাজ করে। ও একটা রাজনৈতিক দল করেছে। এটা নতুন টিম। এদের সহযোগিতা করতে হবে।’

    সম্প্রতি ভোটকুশলী সংস্থার ভূমিকা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন তৃণমূলের এক প্রবীণ নেতা। বিধানসভা নির্বাচনের আগে যাতে এই ধরনের কোনও বক্তব্য না বলা হয়, সেটাও এ দিন স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। আপনাদের বুঝতে হবে কাজটা সবাইকে মিলে একসঙ্গে করতে হবে।’

    এ দিন দলের শৃঙ্খলারক্ষা করা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘ইদানীং দু-একটা নেতা হয়েছে, কেউ বলছেন সিম্বল চিনি না... কেউ বলছেন আমি তৃণমূল চিনি না...আমি কিন্ত রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, ট্যুইটার দেখি। কে কী করছেন, কে কী বলছেন সবটা আমার নজরে থাকে। এদের জন্য নজর থাকবে।’

  • Link to this news (এই সময়)