• ‘ভোটে জেতার পর আমি তিন মাস ঘুমোতে পারিনি’, সেবাশ্রয় শুরুর কারণ জানালেন অভিষেক
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • লোকসভা ভোটে নিজের সংসদীয় এলাকা থেকে রেকর্ড ভোটে জয় পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ নেতাজি ইন্ডোরের মেগা সমাবেশ থেকে জানান, ভোটে জয়ের পর ঠিক কী ছিল তাঁর অনুভূতি, কী ভাবেই বা মাথায় এল ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির তৈরির ভাবনা।

    নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মীসভায় হাজির ছিলেন অঞ্চল সভাপতি থেকে শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার সেই মেগা সমাবেশের মঞ্চ থেকেই ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির প্রসঙ্গেও জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ভালোবেসে লোকসভায় রেকর্ড ভোটে জিতিয়ে এনেছেন ডায়মন্ড হারবারের মানুষ। তাদের এত ভালোবাসার প্রতিদান তিনি কী ভাবে দেবেন সেই ভাবনাতে রাতে ঘুমোতেও পারতেন না তৃণমূলের সাধারণ সম্পাদক।

    বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে তৃণমূল সাংসদ বলেন, ‘আপনারা বললে বিশ্বাস করবেন না, ২০২৪ সালে ডায়মন্ড হারবার থেকে সাত লক্ষ ভোটে জেতার পর আমি তিন মাস ঘুমোতে পারিনি। তার কারণ আমি এই ঋণ কী ভাবে পরিশোধ করব। ভালোবাসা কী ভাবে পরিশোধ করব, এই ভেবে তিন মাস ঘুমোতে পারিনি। তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গিয়েছি।’ বহু ভাবনাচিন্তার পর সংসদীয় এলাকার মানুষের কল্যাণে তিনি সেবাশ্রয় স্বাস্থ্য শিবির তৈরি করার সিদ্ধান্ত নেন।

    ডায়মন্ড হারবারের এসডিও মাঠে চলতি বছরের ২ জানুয়ারি সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতেই এই উদ্যোগ নেন সাংসদ। ইতিমধ্যেই ৫৫ দিনে আট লক্ষের বেশি মানুষের চিকিৎসা সম্পন্ন হয়েছে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে। লিভারের জটিল সমস্যা থেকে হার্টের বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা হয়েছে সেবাশ্রয়ের ছাতায়। ৪২টি ক্যাম্প থেকে মোট ৬৬টি ক্রিটিক্যাল কেসকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। সেবাশ্রয় থেকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলেতে পাঠিয়েও চিকিৎসার উদ্যোগ নিয়েছেন সাংসদ।

    এক্স হ্যান্ডলে বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘মাত্র ৫৫ দিনে ৮ লক্ষ ১২ হাজার ৮৩৯ জন মানুষ আমাদের সেবাশ্রয় শিবিরে এসেছেন। বজবজের বিভিন্ন ক্যাম্পে এ দিনও ১৩ হাজার ৭৫৮ জন মানুষ এসেছেন। ১০,৬৬৪ জনের সময় মতো পরীক্ষা হওয়ায় সঠিক সময়ে ট্রিটমেন্ট হয়েছে, কোনও ট্র্যাজেডি ঘটেনি। ১৪,৩৪২ মানুষকে দেওয়া হয়েছে ওষুধপত্র। এটাই গভর্ন্যান্স উইথ এ হিউম্যান ফেসের নিদর্শন।’ বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ৪২টি ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির চলছে।

  • Link to this news (এই সময়)