• সিরাজের প্রাসাদ অনাদরে ম্লান! কী ভাবে সংরক্ষণ করা যাবে, রাজ্যের কাছে জানতে চাইল হাই কোর্ট
    আনন্দবাজার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার ‘হীরাঝিল’ প্রাসাদ সংরক্ষণ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, এক সপ্তাহের মধ্যে ওই বিষয়ে রাজ্যকে অবস্থান জানাতে হবে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি।

    বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার তৈরি হীরাঝিল প্রাসাদের শেষ অংশটুকু সংরক্ষণ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। ওই স্থাপত্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়। হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি সুরক্ষা ট্রাস্ট। তাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়াল, ভাগীরথীর গর্ভে ওই স্থাপত্য হারিয়ে যাচ্ছে। তা রক্ষা করতে সরকারের কোনও উদ্যোগ নেই। রাজ্যের আইনজীবীর সওয়াল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের অনেক সম্পত্তি নষ্ট করে দিয়েছে। অনেক সম্পত্তি ভাগীরথীর জলে তলিয়ে গিয়েছে। ফলে মামলার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে তবে বলা সম্ভব।

    রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘কী ভাবে ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণ করা যায়, ওই বিষয়ে তামিলনাড়ুর মহাবলীপুরম থেকে শিক্ষা নিন। বলতে বাধ্য হচ্ছি, রাজ্যের হেরিটেজ কমিশনের উদ্যোগ দেখতে পাচ্ছি না। তাদের অনেক কাজ করা দরকার।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘মহাকরণ নিয়ে কী সুপারিশ করেছেন? হেরিটেজের জায়গায় বড় বড় ইমারত তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে ভেঙে ফেলছেন?’’

  • Link to this news (আনন্দবাজার)