• কালনায় হিমঘরে ফাটল অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসর, দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের, শুরু তদন্ত
    আনন্দবাজার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • পূর্ব বর্ধমানের কালনায় অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসর মেশিন ফেটে মৃত্যু হল হিমঘরের দুই শ্রমিকের। বৃহস্পতিবার কালনার ভবানন্দপুরের ওই হিমঘরে কম্প্রেসর ফেটে গ্যাস বেরোতে শুরু করে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় দুর্ঘটনাস্থল। পরে সেখানে দুই শ্রমিকের দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদের নাম সজলকুমার ঘোষ (৫৯) এবং শ্রাবণ প্রসাদ (৪৫)। সজলের বাড়ি কালনাতেই। শ্রাবণ বিহারের বাসিন্দা। তাঁদের দেহগুলি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। হিমঘরে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বিভাগ।

    প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার দুর্ঘটনার খবর পেয়ে কালনার ওই হিমঘরে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে যায়। দমকলকর্মীরা ওই হিমঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন বুদ্ধদেব প্রামাণিক নামে এক শ্রমিককে। দুর্ঘটনার পর প্রাণভয়ে তিনি একটি উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে গিয়ে পায়ে চোট পান। তাঁকে উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ওই হিমঘর কর্মী জানান, দুর্ঘটনার সময়ে হিমঘরের ভিতরে এবং বাইরে সাত জন শ্রমিক ছিলেন।

    কম্প্রেসর ফাটার পর হিমঘরের আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়তে থাকে অ্যামোনিয়া গ্যাস। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ চোখেমুখে জ্বালা অনুভব করতে থাকেন। গ্যাসের ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন প্রিয়ঙ্কা মণ্ডল নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। অসুস্থ হন মিঠু বাগ নামে স্থানীয় এক মহিলাও। গ্রামবাসীদের অসুস্থতার খবর পেয়ে সেখানে একটি মেডিক্যাল টিমও পাঠানো হয়। তাঁরা গ্রামবাসীদের স্বাস্থ্যপরীক্ষা করেন। অসুস্থ প্রিয়ঙ্কাকে চিকিৎসার জন্য পাঠানো হয় কালনা হাসপাতালে।

    কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল জানিয়েছেন। কী ভাবে এই ঘটনা ঘটল, তা ফরেনসিক তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, “ফরেনসিক টিমের সাহায্য চাওয়া হয়েছে। ব্যারাকপুর ও দুর্গাপুর থেকে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে।”

  • Link to this news (আনন্দবাজার)