উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু। নিরাপত্তারক্ষীর নাম মহম্মদ সুলতান (৫৪)। স্থানীয় একটি হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিধায়ক কলকাতায় তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিতে এসেছিলেন। এ দিন দুপুরে তাঁর নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। মহম্মদ সুলতানের বাড়ি মালদহ জেলায়। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন।
জানা গিয়েছে, এক মহিলাকে স্ত্রী পরিচয় ইসলামপুরের এক হোটেলে কিছুক্ষণের জন্যে ঘর ভাড়া নিয়েছিলেন তিনি। হোটেলে খাওয়াদাওয়া করে ঘরে বিশ্রাম নিতে চলে যাওয়ার কিছুক্ষণ পরে তাঁর অচেতন হয়ে পড়ার খবর পান হোটেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ওই ব্যক্তির ঘর থেকে পাওয়া গিয়েছে মদের বোতল। পুলিশের হাতে এসছে ওই ব্যক্তির হোটেলে প্রবেশের সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, মহম্মদ সুলতানের সঙ্গে থাকা ওই মহিলার নাম রুবি খাতুন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ইসলামপুর থানার পুলিশ। হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ চলছে। খবর দেওয়া হয়েছে বিধায়ক হামিদুল রহমানকেও।