• ফিরছে কলকাতার ‘আইকন’, নতুন রূপে হলদু ট্যাক্সি চালু শহরে
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • গুগলে গিয়ে কলকাতার ছবি সার্চ করছেন, একটি না একটি ছবি পাবেনই যেখানে রাজপথে সদর্পে দাঁড়িয়ে রয়েছে ট্যাক্সি। গায়ের রং হলুদ। অনেকেরই কলকাতার ‘আইকন’ বলেন এই হলুদ ট্যাক্সিকে। ১৫ বছরের পুরোনো গাড়ি বাতিল এবং কোভিডের পর ধীরে ধীরে হলুদ ট্যাক্সির সংখ্যা কমে যেতে শুরু করে কলকাতায়। রাজ্যের পরিবহণ বিভাগের উদ্যোগে ফের কলকাতার রাস্তায় দেখা যাবে সেই হলুদ ট্যাক্সি। তবে এ বার নয়া ধাঁচে। 

    হলুদ রঙের অ্যাম্বাসাডর নয়, ঝাঁ চকচকে এসি হলদু ট্যাক্সি চালু হচ্ছে কলকাতার রাস্তায়। গাড়ির গায়ে আঁকা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, মনুমেন্টের ছবি। একটি বেসরকারি সংস্থা এই ট্যাক্সি তৈরি করছে। আপাতত ২০টি গাড়ি রাস্তায় নামানো হচ্ছে। পরবর্তীকালে মোট ৩০০০টি এই নতুন ‘হলুদ ট্যাক্সি’ চলবে শহরের রাস্তায়। বৃহস্পতিবার পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘কলকাতার ঐতিহ্য এই হলুদ ট্যাক্সি। বিজিবিএস-এ একটি সংস্থা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। তারাই এই নতুন গাড়ি পথে নামাচ্ছে।’

    চালকদের দিয়েই চুক্তির ভিত্তিতে এই হলুদ ট্যাক্সি চালাতে চায় সংস্থাটি। নিজেরা কোনও অ্যাপ ক্যাব আনছেন না তারা। তবে ‘যাত্রীসাথী’ অ্যাপ-এ এই গাড়ি বুক করা যাবে। 

    উল্লেখ্য, স্বাধীনতার আগে থেকেই ট্যাক্সি পরিষেবা ছিল এই শহরে। ১৯৪৮ সালে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটর্স ফ্যাক্টরিতে শুরু হয় গাড়ি তৈরি। ১৯৬২ সালে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাদা  অ্যাম্বাসাডর গাড়িকেই হলুদ রং করে ট্যাক্সি হিসেবে কলকাতার রাস্তায় চালানো শুরু হয়। 

  • Link to this news (এই সময়)