মাস দুয়েকের অপেক্ষা। দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। এ বছরই রথযাত্রার আয়োজন করা হবে। জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হচ্ছে পুরোনো জগন্নাথ মন্দিরকে। সেই মন্দির সংস্কারের জন্য ৭৫ লক্ষ টাকা অর্থব্যয় করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে সেই কাজের অনুমোদন দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। কাজের দায়িত্ব পেয়েছে হিডকো।
জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেলে গড়াবে রথের চাকা। পৃথক তিনটি রথে করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই রথ যাতে সুরক্ষিতভাবে মাসির বাড়িতে থাকে, সে জন্য তৈরি করা হবে বিশেষ আচ্ছাদন। তখন মন্দির চত্বর ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, এই টাকায় পরিকাঠামো সম্প্রসারণের পাশাপাশি করা হবে ঘাট নির্মাণ। পুরোনো মন্দির সংস্কার করা হবে। ঢেলে সাজানো হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি চত্বর। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলা চলে। দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস বলেন, ‘ইতিমধ্যে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি সম্প্রসারণ এবং রথ রাখার জায়গা-সহ একাধিক কাজ করা হবে এই অর্থে।’
পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের দরজা। জুন মাসে এই প্রথম দিঘায় গড়াবে জগন্নাথের রথ। সেই রথ পৌঁছে যাবে কয়েক কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তাই মাসির বাড়ি উন্নয়নের জোর দিয়েছে সরকার। মন্দির ট্রাস্টের সম্পাদক বসন্ত জানা জানিয়েছেন, ‘ওই এলাকা সম্পূর্ণভাবে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। প্রবেশদ্বার ও সমুদ্র ঘাট তৈরির পরিকল্পনা হয়েছে। এছাড়াও পুরোনো মন্দিরও সংস্কার করা হবে।’