• 'আমাদের আগে টিকিট দিন', আচমকা লাইনে একদল মত্ত যুবক! ব্যান্ডেল স্টেশনে অশান্তি, ভাঙচুর...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: টিকিট কাটাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সামান্য বচসা থামল ব্যাপক অশান্তি, ভাঙচুরের ঘটনায়। কাউন্টারে বীভৎস ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ঘটনার পর থেকেই নিরাপত্তা হীনতায় ভুগছেন রেল কর্মীরা।

     বৃহস্পতিবার দুপুরে রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যান্ডেল স্টেশনে। এদিন সকাল থেকেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে হাওড়া বর্ধমান মেন শাখায়। যদিও বেলা গড়াতেই পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সকাল থেকেই স্টেশনের টিকিট কাউন্টারে ভিড় ছিল ভাল। 

    রেল সূত্রে জানা যায়, দুপুরে ব্যান্ডেল রেল স্টেশনে ১ নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা। তখনই কয়েকজন মত্ত যুবক লাইনে থাকা অন্যান্য যাত্রীদের টপকে টিকিট নেওয়ার জন্য এগিয়ে যায়। সেখান থেকেই বচসার সূত্রপাত। উত্তেজিত যুবকরা কাউন্টারে থাকা রেল কর্মীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে বলে অভিযোগ। অভিযোগ, তারা ভাঙচুর চালায় কাউন্টারের গ্রিল এবং কাঁচে। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে আসে রেল পুলিশ।

     ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার ভিডিও করছিল পরিস্থিতি সামাল দিতে আসা এক রেল কর্মী। এর পর সেই রেল পুলিশের উপরেও চড়াও হয়, তাদের মারতে শুরু করে দুষ্কৃতীরা। ভিডিও করা মোবাইলটিও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

     ঘটনার সময় পাশের কাউন্টারে ছিলেন ঋত্বিক সরকার নামে এক রেলকর্মী। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সকাল থেকে ট্রেনের সমস্যা চলছিল, যে কারণে টিকিট কাউন্টারের প্রচুর লাইন ছিল। টিকিট শেষ হয়ে গেলে টিকিটের রোল চেঞ্জ করা হচ্ছিল। সেই সময় চার থেকে পাঁচ জন যুবক এসে বাকি যাত্রীদের সরিয়ে টিকিট নেওয়ার জন্য জোর করতে থাকে। তাদের পাশের কাউন্টার থেকে টিকিট নেওয়ার কথা বললেও তারা শোনেননি। এরপরেই রেল কর্মীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। হাত দিয়ে রেলের টিকিট কাউন্টারের কাঁচ ভেঙে দেয়। এমনকি কাউন্টারের ভিতরে ঢুকে মারতে উদ্যত হয়। রেল পুলিশকেও ধরে মারধর করা হয়। জামা ছিঁড়ে যায় পুলিশের। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রেল কর্মীরা।‘ 

    রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান রেলের টিকিটের রুল চেঞ্জ করার সময় উত্তেজিত হয়ে কিছু যুবক ভাঙচুর করে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় একজন আরপিএফ কর্মী আহত হয়েছেন।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)