নিরীহ একটি সুদৃশ্য ব্যাগ, সন্দেহ হওয়ায় খুলেই চমকে উঠল পুলিশ...
আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে মাদক পাচারের বড় একটি ছক ভেস্তে দিল পুলিশ। উদ্ধার করল প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের আফিম। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এই আফিম উদ্ধার করে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তারা সকলেই অসমের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম থেকে বিহার হয়ে এরাজ্যে বড়সড় পরিমাণ মাদক পাচারের একটি খবর পায় তারা। সেইমতো শিলিগুড়িতে জাতীয় সড়কের পাশে অপেক্ষা করছিল সাদা পোশাকের পুলিশের একটি দল। খবর অনুযায়ী লাল রঙের একটি গাড়ি জাতীয় সড়ক দিয়ে ফুলবাড়ির কাছে এলেই নম্বর মিলিয়ে দেখে গাড়িটি আটকায় পুলিশ। গাড়ি থেকে নেমে আসে চার যুবক। এরপর গাড়ি তল্লাশি করতেই একটি পিঠে বহন করার ব্যাগ দেখতে পায় পুলিশ। ব্যাগ খুলেই চোখ কপালে পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগের ভিতরে পাঁচটি প্লাস্টিকে মোড়া প্যাকেট ছিল। সেগুলি খুলতেই বেরিয়ে আসে তার ভিতরে লুকিয়ে রাখা আফিম। জানা গিয়েছে উদ্ধার হয়েছে ৫ কেজি ৩০০ গ্রাম আফিম। যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকার কাছাকাছি বলে পুলিশের অনুমান। অসমের বাসিন্দা এই অভিযুক্তদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।