• পারিবারিক সমস্যার জের, সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ গৃহবধূর
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক সমস্যার জেরে বুধবার রাতে সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক মহিলা। জানা গিয়েছে, মৃত মহিলার নাম শম্পা গুপ্তা (৩৩)। ফারাবাড়ি আদর্শপল্লী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরে শিলিগুড়ি ৩৮ নম্বর ওয়ার্ড সুকান্তনগর এলাকার শ্রীমা সরণীতে সপরিবারে ভাড়া বাড়িতে থাকতেন শম্পা। কী কারণে আত্মহ্ত্যা করলেন শম্পা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি এসে ওই মহিলার স্বামী বাড়ি এসে অত্যাচার চালাতেন শম্পার ওপর। সেই কারণ থেকেই হয়তো চরম পরিণতি বেছে নিয়েছিলেন ওই মহিলা।

    জানা গিয়েছে, বুধবার রাগের মাথায় হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান শম্পা। প্রাথমিক অনুমান, বাড়ি থেকে বেরিয়ে সেবকের বাস ধরে ব্রিজের কাছে পৌঁছেছিলেন তিনি। করোনেশন ব্রিজ থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ। অন্যদিকে, রাত হয়ে যাওয়ার পরেও মহিলার খবর না পাওয়ায় নানা জায়গায় খোঁজাখুঁজি শুরু করা হয় পরিবারের তরফে। রাতে হঠাৎই সেবক ফাঁড়ি থেকে ফোন করে জানানো হয়, ওই মহিলা করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কালিম্পং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে চরম পরিণতি বেছে নিলেন ওই মহিলা তার তদন্ত করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)