• 'ভুতুড়ে ভোটার' তাড়াতে এবার আসরে স্বয়ং মুখ্যমন্ত্রী!
    ২৪ ঘন্টা | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল: যেমন কথা, তেমনি কাজ। ভুতুড়ে ভোটার নিয়ে বিস্ফোরক অভিযোগের ময়দানে মুখ্যমন্ত্রী। নিজের বিধানসভাকেন্দ্র ভবানীপুরে স্ক্রুটিনি করে ভোটারদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিলেন স্থানীয় কাউন্সিলরদের। সময়সীমা ২ সপ্তাহ। বললেন, এলাকায় অবাঙালি ভোটার যাঁরা থাকেন না, তাঁদের চিহ্নিত করা করতে হবে'। সূত্রে খবর তেমনই।

    তৃণমূল সূত্রে খবর, ঘড়িতে তখন ৭টা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাজি ইন্দোরের সভা থেকে ফিরে কালীঘাটে নিজের বাড়িতে ফের বৈঠক করেন মমতা। বৈঠকে হাজির ছিলেন ভবানীপুরের সমস্ত কাউন্সিলর। এমনকী, মেয়র ফিরহাদ হাকিমও। বৈঠকে স্ক্রুটিনি করে ২ সপ্তাহের মধ্যে ভবানীপুরের ভোটার তালিকা তাঁর কাছে বিধায়িকা। আবার ভবানীপুরে অনেক অবাঙালি রয়েছেন, যাঁরা ভোটার তালিকা নাম তুলে রাখলে এলাকায় থাকেন না। মমতার নির্দেশ, তাঁদেরকে চিহ্নিত করে সার্ভে বিল্ডিং তালিকা জমা দিতে হবে। কাজ না হলেও নির্বাচন কমিশনের সিইও-র কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    এদিকে জেলমুক্তির পর রাজনীতিতে ক্রমেই সক্রিয় হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। দলনেত্রী নির্দেশের পর তৃণমূল কর্মী-সমর্থকদের তাঁর বার্তা, 'বুথের ভোটার লিস্টে অচেনা কেউ থাকলে খোঁজ নিন। ভোটার লিস্টে নাম আছে কিনা খতিয়ে দেখুন'।

    এর আগে, সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলে মেগা মিটে ভুয়ো ভোটার রোখার উপায় বাতলে দেন দলনেত্রী। তাঁর অভিযোগ,  'বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, তাই বাইরের লোকের নাম ঢোকাচ্ছে'। মমতার অভিযোগ,  'বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, তাই বাইরের লোকের নাম ঢোকাচ্ছে'। বেশ কয়েকটি ভোটার কার্ড দেখিয়ে তিনি বলেন, হরিয়ানা, 'পঞ্জাব, রাজস্থান, বিহার এসব জায়গা থেকে নাম ঢোকানো হয়েছে। মুর্শিদাবাদের লোকের নাম ঢুকিয়েছে দক্ষিণবঙ্গের তালিকায়।‌ কারণ আগে মুর্শিদাবাদের ভোট হয়ে যাবে, তারপর তাদের এখানে নিয়ে আসবে'। সঙ্গে হুঁশিয়ারি, 'বাংলা বহিরাগতের স্বাগত জানায়, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না'।  

    ভোটার লিস্ট সংকক্রান্ত কমিটিও গড়ে দিয়েছে মমতা। কমিটিতে কারা? সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, ফিরহাদ হাকিম, ডেরেক ও ব্রায়েন, অরূপ বিশ্বাস, মালা রায়, নির্মল চন্দ্র রায়, সামিরুল ইসলাম, বাপি হালদার, পুলক রায়, জগদীশ বসুনিয়া, মোশারেফ হোসেন, মানস ভুঁইয়া, রাজীব বন্দ্যোপাধ্য়ায়, প্রকাশ চিক বরাইক, সায়নী ঘোষ সহ আরও বেশ কয়েকজন নেতানেত্রী থাকবেন। 

    তৃণমূলনেত্রীর নির্দেশ, '২০২৬-এর খেলাটা তাই আরেকটু জোরে করতে হবে। আর এই কাজটা শুরু করতে হবে প্রথমে ভোটার লিস্ট দিয়েই। বুথ কর্মীদের নামান। আমি ১০ দিন সময় দিচ্ছি এগুলো দেখুন। কোনও অনলাইন নয়, ফিল্ড সার্ভে করে নাম ঢোকাতে হবে। ৭ দিনের মধ্যে জেলাস্তরে একটা করে কোর কমিটি আমরা করে দেব। ৩ দিন পর পর কতটা সার্ভে করতে পারলেন সেই রিপোর্ট তৃণমূল ভবনে সুব্রত বক্সীর কাছে পাঠাতে হবে'।

    Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

  • Link to this news (২৪ ঘন্টা)